shono
Advertisement
Saina Nehwal

কঙ্গনার সঙ্গে তুলনা টেনে সাইনাকে ট্রোলিং নেটদুনিয়ায়, পালটা দিলেন ব্যাডমিন্টন তারকা

কী বললেন সাইনা?
Published By: Krishanu MazumderPosted: 03:05 PM Aug 14, 2024Updated: 04:44 PM Aug 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় প্রবল চর্চা চলছে সাইনা নেহওয়ালকে (Saina Nehwal) নিয়ে। একটি পডকাস্টে সাইনা মন্তব্য করেছিলেন, অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জয়ের পরে তিনি জানতে পারেন অলিম্পিকে জ্যাভলিন থ্রো নামে একটি ইভেন্ট রয়েছে। আর এহেন মন্তব্যের পরেই তাঁকে প্রবল ট্রোলিংয়ের সম্মুখীন হতে হচ্ছে।
সোশাল মিডিয়ায় তাঁকে কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনা করা হচ্ছে। কঙ্গনা যেমন মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে থাকেন, সাইনার বক্তব্য নিয়েও সম্প্রতি উত্তাল হচ্ছে সোশাল মিডিয়া। সাইনাকে স্পোর্টসের 'কঙ্গনা রানাউত' বলা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ভয়ংকর! মেনে নেওয়া যায় না…’, RG Kar-এর ঘটনায় ‘সাধারণে’র শক্তি বুঝিয়ে সোচ্চার আবির]


সেই প্রসঙ্গে ব্যাডমিন্টন তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, ''এই প্রশংসার জন্য ধন্যবাদ। কঙ্গনা খুব সুন্দরী। তবে আমি নিজের খেলাতেও ভালো ছিলাম। আমি বিশ্বের একনম্বর হয়েছিলাম। ব্যাডমিন্টনে নিজের দেশের হয়ে অলিম্পিক মেডেলও জিতেছিলাম। তবে ঘরে বসে এমন মন্তব্য করা খুবই সহজ ব্যাপার। খেলাটা খুবই কঠিন। নীরজ আমাদের সুপারস্টার। ও ভারতে খেলাটাকে জনপ্রিয় করেছে।'' 
এর আগে জশপ্রীত বুমরাহকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন সাইনা। তিনি বলেছিলেন, ''জশপ্রীত বুমরাহ যদি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলত, তাহলে আমার স্ম্যাশের জবাব দিতে পারত না। একই দেশের ক্রীড়াবিদদের মধ্যে এ নিয়ে লড়াই করা উচিত নয়। প্রতিটি খেলারই নিজস্ব জায়গা রয়েছে। অন্য খেলাগুলোকেও গুরুত্ব দেওয়া হোক। নাহলে ক্রীড়া সংস্কৃতি কীভাবে গড়ে উঠবে?'' এই মন্তব্যের পরেই সাইনাকে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল।

[আরও পড়ুন: ‘রাত দখল’ অভিযানে যেতে না পারলে কী করবেন? জানালেন স্বস্তিকা ]

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় প্রবল চর্চা চলছে সাইনা নেহওয়ালকে নিয়ে।
  • কটি পডকাস্টে সাইনা মন্তব্য করেছিলেন, অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জয়ের পরে তিনি জানতে পারেন অলিম্পিকে জ্যাভলিন থ্রো নামে একটি ইভেন্ট রয়েছে।
  • আর এহেন মন্তব্যের পরেই তাঁকে প্রবল ট্রোলিংয়ের সম্মুখীন হতে হচ্ছে।
Advertisement