shono
Advertisement

Breaking News

EPFO

বাড়তে পারে ইপিএফের ঊর্ধ্বসীমা, বাজেটে চাকরিজীবীদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা

এখনও পর্যন্ত মোট ৯ দফায় পিএফের সর্বোচ্চ ঊর্ধ্বসীমা পরিবর্তন করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 05:41 PM Jul 08, 2024Updated: 05:51 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে সুখবর পেতে পারেন চাকরিজীবীরা। বাড়তে পারে ইপিএফে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা। শেষবার সাড়ে ৬ হাজার থেকে বেড়ে ১৫ হাজার হয়েছিল। এবার তা বেড়ে ২৫ হাজার হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

বেসরকারি সংস্থায় অন্তত পক্ষে ২০ জন কর্মী থাকেন, সেক্ষেত্রে তাঁরা ইপিএফের আওতায় আসেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ওই সংস্থার কর্মীরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা মাসিক বেতন পেলে বাধ্যতামূলকভাবে ইপিএফ পান। সেক্ষেত্রে ১২ শতাংশ অর্থ প্রভিডেন্ট ফান্ড হিসাবে জমা পড়ে। সংস্থাকে আরও ১২ শতাংশ দিতে হয়। মোট অর্থের ৮.৩৩ শতাংশ পেনশন খাতে জমা পড়ে। আর বাকি ৩.৬৭ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে সঞ্চয় হয়। ইপিএফের ঊর্ধ্বসীমা বাড়তে পারে। বেড়ে মাসিক বেতন ২৫ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর।

[আরও পড়ুন: বিশ্বজয়ের পর ১২৫ কোটি টাকা ঘোষণা বিসিসিআইয়ের, কার কপালে জুটল কত?]

উল্লেখ্য, এখনও পর্যন্ত মোট ৯ দফায় পিএফের সর্বোচ্চ ঊর্ধ্বসীমা পরিবর্তন করা হয়েছে। শেষবার বেড়েছিল ২০১৪ সালে। ১০ বছর পর পরিমাণ ঊর্ধ্বসীমার পরিমাণ বাড়তে চলেছে। আগামী ২৩ জুলাই মোদি ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নয়া মোদি সরকারের এই বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। এই বাজেটেই ইপিএফের ঊর্ধ্বসীমার পারদ বাড়তে পারে বলেই অনুমান।

[আরও পড়ুন: ফের গণপিটুনি রাজ্যে, এবার বসিরহাটে ছেলেধরা সন্দেহে যুবককে বেঁধে মার উত্তেজিত জনতার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রীয় বাজেটে সুখবর পেতে পারেন চাকরিজীবীরা। বাড়তে পারে ইপিএফে মাসিকের বেতনের ঊর্ধ্বসীমা।
  • শেষবার সাড়ে ৬ হাজার থেকে বেড়ে ১৫ হাজার হয়েছিল।
  • এবার তা বেড়ে ২৫ হাজার হতে পারে বলেই মনে করা হচ্ছে।
Advertisement