shono
Advertisement

Breaking News

দূরত্ব কমছে, ইফতার পার্টিতে একসঙ্গে সলমন-ক্যাটরিনা!

দু'জনকে একই ফ্রেমে দেখা গেল৷
Posted: 01:37 AM Jun 21, 2016Updated: 08:07 PM Jun 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন হলেই বা কী! সলমন খানের সঙ্গে তাঁর রসায়ন বরাবরই অন্য রকম৷ প্রেম ভাঙলেও বন্ধুত্ব রয়ে গিয়েছে অটুট৷ তাই এত কিছুর পরেও এখনও একসঙ্গে সময় কাটান সলমন খান এবং ক্যাটরিনা কাইফ৷
সেই সময় কাটানোই এবার বিপদ ডেকে আনতে চলেছে সলমনের বিয়েতে!

Advertisement


শোনা গিয়েছিল চলতি বছরেই বিয়ে করছেন সলমন৷ লুলিয়া ভান্টুরই যে সলমনের জীবনে পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছেন, তা নিয়ে গোটা বলিউডই একপ্রকার নিশ্চিত ছিল৷
কিন্তু বিপত্তি বাধল এর পরই! রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার পর থেকেই অদ্ভুতভাবে নজর কাড়ছে ক্যাটরিনার সঙ্গে সলমনের ঘনিষ্ঠতা৷ কখনও দু’জন একসঙ্গে ডিনার করতে যাচ্ছেন, কখনও আবার লং-ড্রাইভে৷ সে সব পেরিয়ে এবার বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেও দু’জনকে একই ফ্রেমে দেখা গেল৷


মুম্বইয়ের বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বরাবরই বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত থাকেন৷ এবারও তার অন্যথা হয়নি৷ এই অনুষ্ঠানেই হাজির ছিলেন ভাইজানের প্রায় গোটা পরিবার৷ তাই সকলেই আশা করেছিলেন- উপস্থিত থাকবেন লুলিয়াও৷


কিন্তু যেমন সকলে ভাবছিলেন, তেমনটা ঠিক হল না৷ সলমনের পার্টিতে আসার কিছুক্ষণের মধ্যেই পরিচালক কবীর খানের সঙ্গে হাজির হলেন ক্যাটরিনা৷ ক্যামেরার সামনে একসঙ্গে হাজির না হলেও সলমন ও ক্যাটের পার্টিতে আসা এবং যাওয়ার সময় ছিল প্রায় একই৷ কানাঘুষো শোনা যাচ্ছে, পার্টিতেও না কি একসঙ্গেই ছিলেন ভাইজান এবং তাঁর সুন্দরী প্রাক্তন৷ দু’জনে মিলে বেশ মজাও করেছেন অর্পিতা খানের ছোট্ট ছেলেটাকে নিয়ে!
সলমন এবং ক্যাটরিনা সব ভাবনা ভুলে ভাল সময় কাটালেন ঠিকই! কিন্তু এসবের মাঝে সলমনের প্রেমিকা লুলিয়া ভান্টুরের পার্টিতে অনুপস্থিতি ভাইজানের ভক্তকূলকে ভাবাচ্ছে বৈকি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement