অনন্ত-রাধিকার সঙ্গীতে তারকার মেলা, দেখে নিন কে কেমন সাজলেন
Tap to expand
বলিউডি তারকা আর জাস্টিন বিবারের ছন্দে একেবারে জমে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত। তবে শুধুই তারকারা নয়, বরং বলিউডি গানের তালে নেচে উঠল গোটা আম্বানি পরিবার।শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ওম শান্তি ওম ছবির টাইটেল ট্র্যাকে নাচতে দেখা গেল মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে। সঙ্গে ছিলেন মুকেশকন্যা ইশা আম্বানি ও জামাই আনন্দ পিরামল।
Tap to expand
অনন্ত- রাধিকার সঙ্গীতে তাক লাগালেন মহেন্দ্র সিং ধোনি ও স্ত্রী সাক্ষী।
Tap to expand
মঞ্চ কাঁপালেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির সুপারহিট গান ঠুমকা গানে নাচলেন দম্পতি। স্টেজে দেখা মিলল সলমন খান, রণবীর সিং, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশলদেরও।
Tap to expand
নজর কাড়লেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)।
Tap to expand
সঙ্গীতে স্ত্রী মীরাকে পৌঁছলেন শাহিদ। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে।
Tap to expand
প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।
Published By: Akash MisraPosted: 10:41 AM Jul 06, 2024Updated: 10:45 AM Jul 06, 2024