সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে জোর বৃষ্টি। ইতিমধ্যে বৃষ্টির জেরে বন্ধ হয়েছে স্কুল, কলেজ। আর এবার তুমুল বৃষ্টির কারণে বাতিল হল সলমনের নতুন ছবি শিকন্দর-এর রাতের শুটিং।
জানা গিয়েছে, এই শুট শুরু হওয়ার কথা ছিল সন্ধে ৭ টা থেকে। এমনকী, সলমন ঠিক ৫টা নাগাদ ফ্লোরেও হাজির হয়েছিলেন। কিন্তু তুমুল বৃষ্টি এবং নিরাপত্তার খাতিরেই শুটিং বন্ধ রাখা হয়েছে। তবে কবে আবার এই শুট হবে তা এখনও জানা যায়নি।
প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে যাচ্ছিলেব সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস। এর মধ্যেও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। দাবি করা হচ্ছে, এই ছবি ‘সিকন্দর’ সিনেমার শুটিংয়ের। আর তাতে মারকাটারি অ্যাকশনের মুডে রয়েছেন সলমন খান।
তিনি সলমন দাবাং খান। তাঁর বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের পরেও, ঘরের ভিতর ভয় পেয়ে বসে নেই তিনি। বরং এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরই বুক চিতিয়ে বাড়ির বাইরে বেরিয়েছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি শুরু হয়েছে সলমন এই নতুন ছবির শুটিং। খবর অনুযায়ী, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই শুটিং করছেন সলমন।
এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।