shono
Advertisement
Kamala Harris

ট্রাম্প 'ফাঁপা মানুষ'! কমলা হ্যারিসকেই মার্কিন মসনদে চান সলমন রুশদি

'ওঁর পক্ষে আমি এক হাজার শতাংশ', বলছেন বিশ্ববিশ্রুত সাহিত্যিক।
Published By: Biswadip DeyPosted: 04:18 PM Jul 30, 2024Updated: 04:18 PM Jul 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেন সরে দাঁড়াতেই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে কমলা হ্যারিসের নাম। এবার জানা গেল, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার মতোই ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রীকেই মার্কিন মসনদে দেখতে চান বিশ্ববিখ্যাত সাহিত্যিক সলমন রুশদিও (Salman Rushdie)।

Advertisement

এক অনুষ্ঠানে 'মিডনাইটস চিলড্রেনে'র লেখককে বলতে শোনা গিয়েছে, ''আমি এক বোম্বের ছেলে। কোনও ভারতীয় মহিলা হোয়াইট হাউসের দৌড়ে রয়েছেন এটা দেখতেই ভালো লাগছে। আমার স্ত্রী একজন আফ্রিকান আমেরিকান। তাই একজন কৃষ্ণাঙ্গ ও ভারতীয় মহিলা হোয়াইট হাউসের লড়াইয়ে রয়েছেন, দেখতেই ভালো লাগছে।'' তিনি কতটা সমর্থন করছেন কমলাকে? এই প্রশ্নের উত্তরে বর্ষীয়ান সাহিত্যিক জানাচ্ছেন, ''ওঁর পক্ষে আমি একহাজার শতাংশ সমর্থন জানাচ্ছি।'' এদিকে ট্রাম্পকেও কটাক্ষ করেছেন সলমন। টি এস এলিয়টের কবিতা উধৃত করে রিপাবলিকান নেতাকে 'হলো ম্যান' অর্থাৎ 'ফাঁপা মানুষ' বলে খোঁচা দেন রুশদি।

[আরও পড়ুন: ওয়ানড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩, উদ্ধারকাজে নামল নৌসেনা ও বায়ুসেনা

প্রসঙ্গত, এখনও চূড়ান্ত নয় কমলা হ্যারিসের মনোনয়ন। ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের (Kamala Harris) নাম ঘোষণা করেছিলেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। কয়েকদিক আগেই নিজের মনোনয়ন জমা দেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী। এবার এই বিষয়ে আলোচনা হবে ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনে। আগামী মাসে শিকাগোতে এই কনভেনশন হবে বলে জানা গিয়েছে। দলের নানা স্তরের ৩,৯০০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই কনভেনশনে। পছন্দের প্রার্থীদের বেছে নেবেন ৩২০০ জন প্রতিনিধি। তাঁরা যদি বেছে নিতে না পারেন, সেক্ষেত্রে ভোট দেবেন বাকি ৭০০ জন। সেক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভুত কমলাকে কি মার্কিন রাজনীতিবিদরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেবেন, সেটাই এখন দেখার। এদিকে ইতিমধ্যেই হওয়া পোলে দেখা গিয়েছে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা।

[আরও পড়ুন: ‘কবচ’ কোথায়? পর পর রেল দুর্ঘটনায় মমতার সুরেই সরব ইন্ডিয়া জোট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জো বাইডেন সরে দাঁড়াতেই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে কমলা হ্যারিসের নাম।
  • এবার জানা গেল, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামার মতোই ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রীকেই মার্কিন মসনদে দেখতে চান বিশ্ববিখ্যাত সাহিত্যিক সলমন রুশদিও।
  • এক অনুষ্ঠানে 'মিডনাইটস চিলড্রেনে'র লেখককে বলতে শোনা গিয়েছে, ''কোনও ভারতীয় মহিলা হোয়াইট হাউসের দৌড়ে রয়েছেন এটা দেখতেই ভালো লাগছে।''
Advertisement