shono
Advertisement

বিজেপি আর কংগ্রেসে তফাত নেই, ভারত জোড়ো যাত্রা নিয়ে বিস্ফোরক অখিলেশ

যাত্রায় হাঁটার আমন্ত্রণ পাননি, জানিয়েছেন সমাজবাদী পার্টি নেতা।
Posted: 04:20 PM Dec 29, 2022Updated: 04:20 PM Dec 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে বিতর্ক অব্যাহত। বুধবার অমিত শাহকে চিঠি লিখে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও ভারত জোড়ো যাত্রার শরিকদের নিরাপত্তা বাড়ানোর আরজি জানিয়েছিল কংগ্রেস (Congress)। যদিও বৃহস্পতিবার সিআরপিএফ (CRPF) দাবি করে, নিরাপত্তাবিধি ভেঙেছেন রাহুলই। এর মধ্যেই ভারত জোড়ো যাত্রা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বললেন, “বিজেপি আর কংগ্রেস এক।”

Advertisement

ভারত জোড়ো যাত্রায় ১০০ দিন পেরিয়ে গিয়েছে। এই যাত্রাকে ঘিরে কংগ্রেস প্রথম থেকেই উচ্চাকাঙ্ক্ষী। বিশেষ করে রাহুল গান্ধী। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, এই যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। নিজেকে ও এই ‘সুন্দর’ দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য। শুরু থেকেই গোটা যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল। যাত্রা চলাকালীন রাহুল কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। এমনকী গুজরাট ও হিমাচল বিধানসভা নির্বাচনের প্রচারেও তিনি যাননি। আসলে রাহুল ‘ভারত জোড়ো’ যাত্রাকেই আপাতত নিজের ধ্যান জ্ঞান করে ফেলেছেন। এমনকী সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই যাত্রা নিয়ে মুখ খুলে যা বললেন অখিলেশ তাতে কোনওভাবেই খুশি হবে না কংগ্রেস।

[আরও পড়ুন: রাহুলই ভেঙেছেন নিরাপত্তা বিধি, কংগ্রেসের অভিযোগের পালটা দিল CRPF]

এদিন সমাজবাদী পার্টি নেতা সাফ জানিয়েছেন, বিজেপি ও কংগ্রেসের মধ্যে তফাৎ করেন না তিনি। কবে তাদের দলের আদর্শ কিন্তু আলাদা। অখিলেশ যাদব বলেন, “বিজেপি এবং কংগ্রেসের আদতে কোনও পার্থক্য নেই। কিন্তু আমাদের আদর্শ আলাদা।” উল্লেখ্য, রাহুল গান্ধী ও দল কংগ্রেস বহুবার জানিয়েছে, ভারত জোড়ো যাত্রার উদ্দেশ্য হল গেরুয়া রাজনীতির বিরোধিতা করা। ভেদাভেদ ভুলে দেশবাসীকে একজোট করা। সেই যাত্রা নিয়ে অখিলেশ কেন এমন মন্তব্য করলেন, তা এখন বড় রাজনৈতিক প্রশ্ন।

[আরও পড়ুন: উনিশের ভোটে দখল করা আসনের অর্ধেকও থাকবে না! বাংলা নিয়ে প্রবল চিন্তায় বিজেপি]

সম্প্রতি কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, ভারত জোড়ো যাত্রায় রাহুলের সঙ্গে হাঁটার জন্য অখিলেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এদিন সেই দাবি উড়িয়ে দিয়েছেন অখিলেশ। এই বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে অখিলেশ জবাব দেন, “আপনার কাছে আমন্ত্রণ এলে আমাকে পাঠাবেন। আমি কোনও আমন্ত্রণ পাইনি।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement