shono
Advertisement

টমেটো লুট রুখতে বাউন্সার, অপপ্রচারের দায়ে ২ সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ

দোকানের মালিক সমাজবাদী পার্টির কর্মী, দাবি পুলিশের।
Posted: 04:28 PM Jul 11, 2023Updated: 04:28 PM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে অগ্নিমূল্য টমেটো (Tomato)। এই অবস্থায় লাল টুকেটুকে ‘রত্ন’ লুট হতে পারে, এই আশঙ্কায় দোকানে বাউন্সার রেখেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক সবজি বিক্রেতা। দিন দুই আগে এই খবরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। ভাইরাল হয় দোকানের ভিডিও। ওই ঘটনায় ‘অপপ্রচারে’র অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ। অভিযোগ, দোকানের মালিক সমাজবাদী পার্টির কর্মী। তিনিই টমেটোর বাড়তি দাম নিয়ে জনতার আতঙ্ক মধ্যে তৈরি করতেই বাউন্সার ভাড়া করেন। ‘সপা’ কর্মী বর্তমানে পলাতক। সব মিলিয়ে টমেটোয় সরগরম রাজনীতি।

Advertisement

বারাণসীর লঙ্কা এলাকায় সবজির দোকান রয়েছে অজয় ফৌজির। বিক্রিবাটার জন্য দু’জন লোক কাজ করেন সেখানে। অজয়ের বক্তব্য ছিল, ‘‘টমেটোর দাম আকাশ ছুঁয়েছে তাই বাউন্সার রেখেছি। লোকে টমেটো পেতে সহিংস হয়ে উঠছে, এমনকী লুট করছে। ১৬০ টাকা কেজি টোম্যাটো বিক্রি হচ্ছে। লোকে ৫০ বা ১০০ গ্রামের বেশি টমেটো কিনছেন না।” এরপর রবিবার প্রকাশ্যে আসে অজয় আদতে সমাজবাদী পার্টির কর্মী। পুলিশের দাবি, টমেটোর দাম বাড়া নিয়ে অপপ্রচার চালাতেই দোকানে বাউন্সার রেখেছিল সে। এই অভিযোগেই দোকানের দুই কর্মচারী জগনারায়ণ যাদব এবং বিকাশ যাদবকে রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক অজয়।

[আরও পড়ুন: ভাঙড়ে নিজের ঘরেই হার আরাবুলের! গণনা শেষের আগেই ছাড়লেন গণনাকেন্দ্র]

উল্লেখ্য, অজয়ের দোকানে বাউন্সারের ভিডিও দিয়ে ক’দিন আগে টুইট করেছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি নেতা কটাক্ষ করেন, “টমেটোকে জি-প্লাস নিরাপত্তা দেওয়া উচিত বিজেপির”। সব মিলিয়ে উত্তরপ্রদেশে রাজনীতির বস্তু হয়ে উঠেছে অগ্নিমূল্য টমেটো। অজয়ের বিরুদ্ধে দাঙ্গায় উসকানি, মিথ্যে প্রচার-সহ একাধিক অভিযোগ দায়ের করেছে পুলিশ।

[আরও পড়ুন: পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE: বিরোধীশূন্য হওয়ার পথে সিঙ্গুর, সব আসনে এগিয়ে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement