shono
Advertisement

‘সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো, নির্মূল করা দরকার’, উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যে বিতর্ক

'উনি সনাতন ধর্মের অনুসারীদের গণহত্যার প্ররোচনা দিচ্ছেন', দাবি বিজেপির।
Posted: 09:54 AM Sep 03, 2023Updated: 09:56 AM Sep 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। তাঁকে দাবি করতে দেখা গেল সনাতন ধর্ম সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।

Advertisement

ঠিক কী বলেছেন তিনি? সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়ানিধি। সেখানেই তিনি বলেন, ”কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে (Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

[আরও পড়ুন: ফের যোগীরাজ্যে ধর্ষণ করে খুন! জাতীয় সড়কে পড়ে বাক্সবন্দি অর্ধদগ্ধ তরুণীর দেহ]

স্বাভাবিক ভাবেই তাঁর এহেন মন্তব্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। উদয়ানিধি তামিলনাড়ুর ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রীও বটে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এই কথার তীব্র বিরোধিতা করে দাবি করেছেন, উদয়ানিধি যা বলেছেন, তা ৮০ শতাংশ জনগণকে হত্যার প্ররোচনা ছাড়া কিছু নয়।

টুইটারে অমিত লিখেছেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন, যিনি ডিএমকে সরকারের একজন মন্ত্রীও, তিনি সনাতন ধর্মের সঙ্গে ম্যালেরিয়া ও ডেঙ্গুর তুলনা করেছেন। তাঁর মতে এর প্রতিবাদ নয়, একে নির্মূল করে দেওয়া দরকার। এককথায় ভারতের সেই ৮০ শতাংশ মানুষের গণহত্যার প্ররোচনা, যারা সনাতন ধর্মকে অনুসরণ করেন।’ পাশাপাশি বিরোধী ইন্ডিয়া জোটে ডিএমকের শরিক হওয়াকেও খোঁচা মেরে তিনি লিখছেন, ‘ডিএমকে বিরোধী জোটের উজ্জ্বল এক সদস্য। এবং কংগ্রেসের দীর্ঘদিনের সঙ্গীও। আর সেই কারণেই কি ওরা মুম্বইয়ে বৈঠক করতে রাজি হয়েছিল?’

বিতর্কের মুখে উদয়ানিধি অবশ্য দাবি করেছেন, তিনি মোটেই গণহত্যার ডাক দেননি। তাঁর উদ্দেশ্য ছিল, প্রান্তিক জনজাতির হয়ে কথা বলা। তিনি সনাতন ধর্মের দ্বারা আক্রান্ত, এমন দাবিও করেছেন মন্ত্রীপুত্র।

[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement