সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এড়ানো গেল না শাস্তি। নাবালিকাকে ধর্ষণের দায়ে নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকে (Sandeep Lamichhane) ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল কাঠমাণ্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। সেই সঙ্গে নেপালি মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ধর্ষিতার পরিবারকে নেপালি মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এক সময়ে লামিছানে ছিলেন নেপালি ক্রিকেটের মুখ। সেই লামিছানে আগেই কলঙ্কিত হয়েছেন। এদিন ৮ বছরের জেলের খাঁড়া নেমে এল তাঁর উপরে। লামিছানের আইনজীবী সরোজ ঘিমিরে জানিয়েছেন উচ্চ আদালতে আবেদন করবেন লামিছানে।
এক বছরের বেশি সময় পরে দোষী সাব্যস্ত করা হয়েছিল নেপালের (Nepal) তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানেকে। ২৯ ডিসেম্বর এই লেগ স্পিনারকে দোষী সাব্যস্ত করেছিল নেপালের আদালত (Nepal District Court)। ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন সন্দীপ।
[আরও পড়ুন: এশিয়ান কাপের পরেই কি অবসর? মুখ খুললেন সুনীল ছেত্রী]
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গত বছর সেপ্টেম্বরে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেপালের আদালত। গ্রেপ্তারি এড়াতে বেশ কিছু দিন বিদেশে ছিলেন তিনি। ক্যারিবিয়ান লিগ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজেই থেকে যান। বেশ কিছু দিন পর ফেরেন নেপালে। গত বছর ৬ অক্টোবর দেশে ফেরার পর কাঠমান্ডু বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপকে। ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ থাকার পরেও, চলতি বছর এশিয়া কাপে নেপালের দলে তাঁকে রাখা হয়েছিল। একটা সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন। সেই লামিছানেকেই আট বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হল।