shono
Advertisement

জামিনের পরই অন্য মামলায় ফের গ্রেপ্তার বিকাশ ও উত্তম, তুমুল উত্তেজনা বসিরহাট আদালতে

আদালত চত্বরে কেন্দ্রীয় বাহিনীর হাত বিকাশ সিংহকে পুলিশ কার্যত ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।
Posted: 09:22 PM Feb 12, 2024Updated: 11:16 PM Feb 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জামিন মুক্ত হতে না হতেই ফের গ্রেপ্তার সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহ ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। আদালত চত্বরে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বিকাশ সিংহকে পুলিশ কার্যত ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও নেতা-কর্মীরা। আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বিকাশ সিংহের মেয়ে। 

Advertisement

শনিবার গ্রেপ্তার হয়ে সোমেই জামিনে মুক্ত হয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। তাঁকে মিথ্যে মামলার ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ  করা হয়। ২ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় উত্তমকে। একই সঙ্গে জামিন পান বিজেপি নেতা বিকাশ সিংহ-ও। আদালত থেকে বেরতে না বেরতেই নতুন করে অশান্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিকাশকে গাড়িতে তোলার সময় বসিরহাট পুলিশ তাঁকে জোর করে গাড়িতে তোলে বলে অভিযোগ। এক মামলায় জামিন পেতে না পেতে অন্য মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তার করা হয় উত্তমকেও।

[আরও পড়ুন: জঙ্গলে হাড়হিম করা অভিজ্ঞতা আলিয়ার! ভিডিও দিয়ে নিজেই জানালেন ভয়ংকর সত্যিটা]

এর পরই উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট আদালত চত্বর। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে সরব হন সকলে। পথ অবরোধ করে বিজেপি। ব্যাহত যান চলাচল। প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন উত্তম সর্দার, বিকাশ সিংহ ও নিরাপদ সর্দার। তিনজনের মধ্যে উত্তমের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ স্থানীয়দের মধ্যে। হাড়হিম করা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জামিন পেয়েও ফের পুলিশের জালে বিকাশ ও উত্তম। এদিকে, নিরাপদকে ৩ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার