shono
Advertisement

বিরাট না খেললে ভাবা যেতে পারে এই তরুণ ব্যাটারকে, মত সঞ্জয় বাঙ্গারের

কার কথা বলছেন বাঙ্গার?
Posted: 08:37 PM Feb 25, 2022Updated: 09:21 PM Feb 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant) না থাকলেও শ্রীলঙ্কাকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উড়িয়ে দিতে সমস্যা হয়নি ভারতের। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ারের ব্যাট গর্জে ওঠে। আর তার ফলেই ভারত পাহাড়প্রমাণ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা থেমে যায় ৬ উইকেটে ১৩৭ রানে। ৬২ রানে ভারত জিতে সিরিজে এগিয়ে গিয়েছে।

Advertisement

ভারতের দুরন্ত পারফরম্যান্সের পরে দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) ঈঙ্গিত দেন, কোহলি যদি চোটের জন্য বা বিশ্রাম নেওয়ায় না খেলেন টি-টোয়েন্টি ম্যাচে, তাহলে সেই জায়গায় খেলানো হতে পারে শ্রেয়স আইয়ারকে। প্রাক্তন ক্রিকেটার বাঙ্গার এখন ধারাভাষ্যকার। তাঁর মতে, কোহলির পরিবর্ত হিসেবে শ্রেয়াস আইয়ারের কথা ভাবা যেতেই পারে টি-টোয়েন্টিতে। বাঙ্গার এমন দাবি করেছেন ভারত-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখার পরে। 

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কী মত ভারতের কমিউনিস্টদের? বিবৃতি দিল সিপিএম]

ডিসেম্বর থেকে বায়ো বাবলে রয়েছেন বিরাট কোহলি। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। শ্রেয়স আইয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৮ বলে ৫৭ রান করেন। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ বলে ২৫ রান করেন শ্রেয়স আইয়ার। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম থেকেই টপ গিয়ারে ব্যাট করছিলেন ঈশান কিষান। তিনি ফিরে যাওয়ার পরে শ্রেয়স আইয়ার ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান ১৯৯ রানে।

সঞ্জয় বাঙ্গার।

ম্যাচের শেষে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্জয় বাঙ্গারকে বলতে শোনা গিয়েছে, ”ভারতের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হচ্ছে। তিন নম্বরে শ্রেয়সকে পাঠানো হয়েছে ব্যাট করতে। যদি কোনও কারণে বিরাট কোহলি কয়েকটা ম্যাচ খেলতে না পারে, তাহলে তিন নম্বর পজিশনের জন্য শ্রেয়সকে ব্যবহার করাই যায়। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এভাবেই শ্রেয়সকে দেখছে।”

[আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে প্রিয়াঙ্কা চোপড়া, সাহায্যের কাতর আরজি অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement