-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Sanjay dutt ranveer ananya janhvi celebs attend anant ambani radhika merchants mehndi puja ceremony
অনন্ত-রাধিকার মঙ্গলকামনায় বলিউড, আম্বানিদের শিবশক্তি পুজোয় সঞ্জুবাবা, রণবীর, জাহ্নবী-অনন্যারা
আর কারা এলেন আন্তেলিয়ায়? দেখুন অ্যালবাম।
Tap to expand
রাত পোহালেই বিয়ে। তার প্রাক্কালেই আন্তেলিয়ায় অনন্ত-রাধিকার মঙ্গলকামনায় শিবশক্তি পুজোর আয়োজন হয়েছিল বুধবার রাতে। এদিন সকালেই গায়ে হলুদ হয়।
Tap to expand
যেখানে একছাদের তলায় হাজির হয়েছিল নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় গোটা বলিউড। সাদামাটা সাদা কুর্তা-পাজামাতে দেখা গেল সঞ্জয় দত্তকে।
Tap to expand
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ‘ফুল অ্যাটেন্ডেস’। সস্ত্রীক রাজকুমার হিরানিকেও দেখা গেল।
Tap to expand
দীপিকা পাড়ুকোনকে ছাড়াই এলেন রণবীর সিং। তিনি প্রায় প্রতিতি প্রাকবিবাহ অনুষ্ঠানেই আসার মাতিয়েছেন।
Tap to expand
প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে হাজির জাহ্নবী কাপুর। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নার এমব্রয়ডারি লেহেঙ্গায় আম্বানিদের রেড কার্পেটে বাজিমাত করলেন অভিনেত্রী।
Tap to expand
অনন্যা পাণ্ডেকে দেখা গেল বেগুনি লেহেঙ্গা আর সোনালি গয়নায়। আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম ভাঙলেও মেহেন্দি পরলেন খুশি মনেই।
Tap to expand
জাহ্নবীর তুতোবোন সানায়া কাপুরকে বরং দেখা গেল ছিমছাম সাজে।
Tap to expand
অমিত ত্রিবেদীর কণ্ঠে ‘নমো নমো’ গানেই জমে ওঠে ভক্তির আসর। গোটা দেশের নজর বর্তমানে এই মেগাবাজেট বিয়ের দিকে। সস্ত্রীক হাজির 'মাহি' ওরফে মহেন্দ্র সিং ধোনি।
Tap to expand
বুধবার তারকাখচিত শিবশক্তি পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন 'জওয়ান' পরিচালক অ্যাটলি কুমারও এলেন স্ত্রীকে নিয়ে।
Tap to expand
অনুষ্ঠান শেষে পাপারাজ্জিদেরজন্য প্রসাদও পাঠালেন মা নীতা আম্বানি। এদিন নরনারায়ণ সেবাও দেন আম্বানিরা। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 02:39 PM Jul 11, 2024Updated: 02:39 PM Jul 11, 2024
আর কারা এলেন আন্তেলিয়ায়? দেখুন অ্যালবাম।