সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী হয়েও মহাকাল মন্দিরে পুজো! বিপাকে সারা আলি খান। মারাত্মক কটাক্ষের সম্মুখীন হতে হল নবাব-কন্যাকে। তবে কটুক্তি শুনে দমে যাওয়া তো দূর অস্ত, বরং কষিয়ে পালটা জবাব দিয়ে চুপ করালেন নিন্দুকদের। নবাব-কন্যার কথায়, “সব জায়গায় যাব।… মানুষের সমালোচনায় আমার কিচ্ছু যায়-আসে না।”
বর্তমানে ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেত্রী। তার ফাঁকেই সহ-অভিনেতা ভিকি কৌশলকে নিয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে চলে যান সারা আলি খান। মন্ত্রোচ্চারণ করে পুজোও দেন। নেটদুনিয়ায় সেই ছবি পোস্ট করার পরই শোরগোল। চিরাচরিতভাবে অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কটাক্ষবাণ। নিন্দুকরা ফের প্রশ্ন তোলেন তাঁর ধর্মাচরণ নিয়ে। এবার এক প্রচারের অনুষ্ঠানেই সমালোচকদের একহাত নিলেন সারা।
মন্দির দর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সারা আলি খানের সাফ মন্তব্য, “আমি আমার কাজ খুব গুরুত্ব সহকারে করি। আমি মানুষের জন্য, আপনাদের জন্য কাজ করি। আপনি যদি আমার কাজ পছন্দ না করেন তবে আমার খারাপ লাগবে। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস, একান্তই আমার। যে ভক্তি নিয়ে আমি আজমেঢ় শরিফ যাব, ঠিক সেই একই ভক্তি সহকারে বাংলা সাহেব বা মহাকালে যাব। মন্দির পরিদর্শন আমি চালিয়েই যাব। মানুষের যা ইচ্ছে বলতে পারে, আমার কোনও সমস্যা নেই। ধর্মীয়স্থানের আবহের উপর বিশ্বাসী। সেই শক্তিতে বিশ্বাস করি।”
[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের]
প্রসঙ্গত, নবাব পরিবারের মেয়ে হয়েও গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন সারা আলি খান। কাশীর বিশ্বনাথ, অসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র এইবয়সেই ঢুঁ মেরে এসেছেন। কখনও আরেক বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সঙ্গী হিসেবে পেয়েছেন, আবার কখনও বা মা অমৃতা সিংকে নিয়ে গিয়েছেন পুজো দিতে। আবার কোনওসময়ে শুটিং করতে গিয়ে একাই পুজো দিয়ে এসেছেন পূন্যপীঠে। এর আগেও একাধিকবার এসবের জন্য সমালোচনার শিকার হতে হয়েছিল সারা আলি খানকে। এবার এককথাতেই নিন্দুকদের চুপ করালেন সইফ-কন্যা।