স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: বীরসা মুন্ডার জন্মদিনে তাঁকে সম্মান জানাল কেন্দ্রীয় সরকার। দিল্লির সরায় কালে খান আন্তঃরাজ্য বাস টার্মিনালের সামনের মোড়ে বসানো হল আদিবাসী নেতার মূর্তি। একই সঙ্গে এই মোড়ের নামকরণ করা হল বীরসা মুন্ডা চক হিসাবে। প্রসঙ্গত, দিল্লিতে বেশ কয়েকটি এলাকা এবং রাস্তার নাম বদল হয়েছে আগেই। এ বার সেই তালিকায় জুড়ল সরায় কালে খান চক।
শুক্রবার ছিল বীরসা মুন্ডার সার্ধশত জন্মবর্ষ। এই দিনেই ব্রিটিশদের চোখে চোখ রেখে জমি-জঙ্গলের অধিকারের লড়াই করা নেতাকে সম্মান জানাল কেন্দ্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী মনোহর লাল খট্টর, দিল্লির উপরাজ্যপাল বিনোদ কুমার সাক্সেনা। যদিও এই উদ্বোধনে ডাকা হয়নি দিল্লি মুখ্যমন্ত্রী অতিশীকে।
মূর্তি উদ্বোধনের পর খট্টর বলেন, “বীরসা মুন্ডার এই মূর্তি দেখে শুধু দিল্লির নয়, এই বাস টার্মিনাসে আসা প্রতিটি মানুষ তাঁর জীবন থেকে নিজেদের উদ্বুদ্ধ করতে পারবেন।” বীরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ পালিত হচ্ছে। কিছু দিন আগেই সরায় কালে খান চকে বীরসা মুন্ডার মূর্তি উদ্বোধন করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর আগেও নামবদলের পালা চলেছে রাজধানীতে। ঔরঙ্গজেব রোডের নাম বদলে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নামে করা হয়েছিল। সেই সময় কম বিতর্ক হয়নি। তার পরেও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের রেসকোর্স রোডের নাম বদলে করা হয় লোক কল্যাণ মার্গ। ডালহৌসি রোডের নাম পাল্টানোরও প্রস্তাব করা হয়েছিল। সেটির নাম দারা শিকো রোড করার দাবি উঠতেই আপত্তি জানিয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদরা। তাঁদের যুক্তি ছিল, বার বার রাস্তার নাম বদলের সিদ্ধান্ত আসলে ইতিহাসের সঙ্গে খেলা করা। তার পরেও রাজপথের নাম বদলে করা হয় ‘কর্তব্যপথ’।