shono
Advertisement

Breaking News

WB By-Election: ‘কোবরাম্যান রাজনীতিতে এখনও আছেন?’, অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে শত্রুঘ্নর কটাক্ষের শিকার মিঠুন

সম্প্রতি অগ্নিমিত্রা পলের সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেছিলেন মিঠুন।
Posted: 06:30 PM Apr 03, 2022Updated: 07:00 PM Apr 03, 2022

শেখর চন্দ, আসানসোল: “মিঠুন? কোবরা ম্যান! রাজনীতিতে এখনও আছেন নাকি? এভাবেই মিঠুন চক্রবর্তীকে বিঁধলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবাসরীয় প্রচারে আসানসোলের রবীন্দ্রভবনে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা। ওই কর্মসূচির শেষে সংবাদমাধ্যম প্রশ্ন করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে মিঠুন চক্রবর্তী ভিডিও বার্তা দিয়েছেন। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে ভোট চেয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Advertisement

মিঠুন চক্রবর্তী খাতায়কলমে এখনও বিজেপি নেতা। বাংলার বিধানসভা নির্বাচনের আগে আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে প্রচারও করতে দেখা যায় তাঁকে। কিন্তু রাজ্যে বিজেপির শোচনীয় পরাজয়ের পর আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি বর্ষীয়ান অভিনেতাকে। বিধানসভার পর রাজ্যে একাধিক উপনির্বাচন হয়েছে, পুরভোটও হয়েছে। কোনও নির্বাচনের আগে কোনওরকম বার্তাও দেননি মিঠুন। তবে সম্প্রতি অগ্নিমিত্রার সমর্থনে এক ভিডিও বার্তায় আসানসোলবাসীর কাছে বিজেপি নেতার আরজি, “অগ্নিমিত্রা আপনাদের ঘরের মেয়ে, আপনাদের ঘরের বোনের মতো। ওকে সমর্থন করুন। ও আপনাদের খেয়াল রাখবে।”

[আরও পড়ুন: ‘পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত’, প্রতিবাদে গর্জে উঠলেন কুণাল ঘোষ]

অগ্নিমিত্রা পলের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল। বিজেপির সেলিব্রিটি প্রার্থী তাঁর বোনের মতো। সেকারণেই আসানসোলের বিজেপি প্রার্থীর হয়ে ভোট চেয়েছেন মিঠুন। অগ্নিমিত্রার সমর্থনে প্রকাশ করা ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছিলেন মিঠুন। তাঁর বক্তব্য ছিল, “অগ্নিকে আপনারা ভাল করে চেনেন। আমি আরও ভাল করে চিনি কারণ আমার সঙ্গে ওর ভাইবোনের সম্পর্ক। এমন একদিন নেই যেদিন ও আমার খোঁজ নেয় না। আমার থেকে ওর কিছু নেওয়ার নেই। কিন্তু শুধু আমার সঙ্গে সম্পর্কটা বজায় রাখার জন্য ও আমার সুখদুঃখে আমার পাশে থাকে। একবার ভাবুন তো যে মেয়েটা আমার সঙ্গে শুধু সম্পর্ক বজায় রাখার জন্য এত কিছু করতে পারে, তাহলে আপনাদের জন্য কী না করতে পারে। ও তো আপনাদের মেয়ে, আপনাদের নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ও সবসময় আপনাদের পাশে থাকবে।”

 

এই ভিডিও বার্তা প্রসঙ্গেই মিঠুনকে কোবরাম্যান বলে বিঁধলেন শত্রুঘ্ন সিনহা। প্রশ্ন তুললেন, তিনি রাজনীতিতে এখনও আছেন কিনা তা নিয়ে। পরে অবশ্য বলেন, “মিঠুন ভাল লোক, ওনাকে শুভেচ্ছা জানাই। যদিও মিঠুনের ভিডিওয় শত্রুঘ্নর প্রতিক্রিয়াকে ভালভাবে নেননি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর তোপ, “তৃণমূলে গিয়ে শত্রুঘ্ন সিনহা ওই দলের সংস্কৃতি খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলেছেন। অভিনেতা হিসেবে শত্রুঘ্ন সিনহাকে সম্মান করি। তাঁর বলিউডে কন্ট্রিবিউশন রয়েছে।” অগ্নিমিত্রা পাল বা বিজেপির কোনও কটাক্ষের জবাব শত্রুঘ্ন সিনহা দেননি। তিনি বলেন, “বিরোধীদের নিয়ে আমি কোনও ব্যক্তি আক্রমণে যাব না। আমার লড়াই নীতি নিয়ে। ব্যক্তি নিয়ে নয়।”

[আরও পড়ুন: আইনজীবী বসের প্রেমে মত্ত হয়ে স্ত্রীকে ক্রমাগত নিগ্রহ! কেরানি স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার