সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশছোঁয়া অর্থের বিনিময়ে কিলিয়ান এমবাপেকে দলে চায় আল হিলাল (Al Hilal)। ফরাসি তারকার জন্য প্যারিস সাঁ জাঁ-কে (PSG) ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদির ক্লাবের এহেন প্রস্তাবে প্যারিস সাঁ জাঁ খুশি। এমবাপের (Kylian Mbappe) দলবদল সংক্রান্ত ব্যাপারে ফরাসি তারকা আল হিলাল কথাবার্তা এগোতে পারে। এই সবুজ সংকেতই দেওয়া হয়েছে পিএসজি-র তরফে।
শেষ পর্যন্ত এমবাপে যদি আল হিলাল ক্লাবে যোগ দেন, তাহলে তারাদের মেলা দেখা যাবে মরু শহরে।
এমবাপের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল কথাবার্তা। মেসিও পিএসজি ছাড়ার আগে ক্লাববদলের পরামর্শ দিয়েছিলেন ফরাসি তারকাকে। তা নিয়ে মেসিকে প্রবল সমালোচিত হতে হয়।
[আরও পড়ুন: এমার্জিং এশিয়া কাপে খেলা পাকিস্তান আসলে তরুণদের দলই নয়! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
ফ্রান্সের তারকা স্ট্রাইকারের সঙ্গে পিএসজি-র চুক্তি ২০২৪ পর্যন্ত। তবে এই চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব। অবশ্য শর্ত একটা রয়েছে। দুই পক্ষ যদি রাজি থাকে তবেই চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব এমবাপে ও পিএসজির মধ্যে। তবে এমবাপে যদি চুক্তি বাড়াতে আর ইচ্ছুক না হন, তাহলে বছর খানেক আগে তা জানাতে হবে সাঁ জাঁ-কে। এমবাপে যে দল পরিবর্তন করতে চান, তা আগেই জানিয়েছেন। এর মধ্যেই খবর রিয়াল মাদ্রিদে যেতে পারেন এমবাপে। কিন্তু ফ্রান্সের বিখ্যাত ক্লাব বিনামূল্যে তাঁকে ছাড়তে রাজি নয়। এমবাপেকে বিক্রি করে তার বিনিময়ে অর্থ রোজগার করতে চায় প্যারিস সাঁ জাঁ।
এই পরিস্থিতিতে আল হিলাল আকাশছোঁয়া প্রস্তাব দিয়ে বসেছে এমবাপেকে। আর আল হিলালের এই প্রস্তাব স্বস্তি বাড়াচ্ছে দু’ পক্ষকেই। আল হিলাল এক বছরের জন্য চায় এমবাপেকে। এক বছরের মেয়াদ শেষ হলেই এমবাপে যেতে পারবেন রিয়াল মাদ্রিদে। তবে ফরাসি তারকা কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। সময় উত্তর দেবে।