সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে ২০১৫ সালে ইয়েমেনে সেনা পাঠিয়েছিল সৌদি আরব। আর সেই সেনা পাঠানো হয় রাজা সলমান বিন আবদুল আজিজের সই করা এক ডিক্রি প্রকাশের পর। তবে এবার অভিযোগ, সেই সই সৌদি রাজা দেননি। তাঁর সই নকল করেন পুত্র তথা যুবরাজ মহম্মদ বিন সলমন। যিনি এই মুহূর্তে কার্যত দেশটির শাসক।
সম্প্রতি এনিয়ে একটি ডকুমেন্টারির থেকে এসব তথ্য সংগ্রহ করেছে বিবিসির। তাদের রিপোর্টে বলা হয়, এই অভিযোগ করেছেন সৌদির আরেক যুবরাজ মহম্মদ বিন নায়েফের (এমবিএন) ওই সময়কার উপদেষ্টা সাদ আল-জাবরি। এই সাদ আল-জাবরি একসময় সৌদি সরকারের ইন্টেলিজেন্স ইউনিটের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। প্রাক্তন উপদেষ্টা সাদ আল-জাবরি বলেন, ওই সময় সৌদি প্রশাসনের প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব ছিল মহম্মদ বিন সলমানের (এমবিএস) হাতে। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমাতে আমেরিকার পদক্ষেপের অংশ হিসেবে সেনা পাঠিয়েছিল সৌদি আরবও। আর সেটার অনুমোদন আসে সরকারের শীর্ষপর্যায় থেকে। তাতে জালিয়াতি করেন এমবিএস।
[আরও পড়ুন: কলেরার থাবায় সুদানে মৃত কমপক্ষে ২২, আক্রান্ত ৩৫৪ জন]
সাদ আল-জাবরির অভিযোগ, “আমরা ২০১৫ সালের মার্চে এই লড়াই শুরু করি। এমবিএস তখন সেনা পাঠাতে বলেন। কিন্তু তখন যুবরাজ ছিলেন এমবিএন। তিনি বলেন, আমাদের সেনারা এখনও তেমন প্রশিক্ষিত নয়। তারা সেখানে কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। এ কারণে এমবিএন সেনা না পাঠানোর একটি ডিক্রি লিখে রাজাকে দেন। পরে আমরা আশ্চর্য হয়ে দেখতে পাই, সেনা পাঠানোর ডিক্রি জারি হয়েছে। আর তাতে রাজার সই।” রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সেই লড়াইয়ে মোট ৪ লক্ষ মানুষ প্রাণ হারায়। ঘরছাড়া হন ৪৫ লক্ষ। এর মধ্যেই ২০১৭ সালে সৌদি আরব থেকে পালিয়ে কানাডা চলে যান সাদ আল-জাবরি।