shono
Advertisement

স্নাতক হলেই মিলবে স্টেট ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

২৬ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না। The post স্নাতক হলেই মিলবে স্টেট ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Jan 05, 2020Updated: 05:18 PM Jan 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ জুনিয়র অ্যাসোসিয়েটস পদে মোট ৮ হাজার জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী ২৬ জানুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

Advertisement

জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস)
শূন্যপদ: ৮০০০
কোন রাজ্যে কতগুলি শূন্যপদ:
পশ্চিমবঙ্গ: ৬১২টি
দিল্লি: ১৪৩টি
গুজরাট: ৫৫০টি
অন্ধ্রপ্রদেশ: ১৫০টি
কর্ণাটক: ৪৭৫টি
মধ্যপ্রদেশ: ৫১০টি
ছত্তিশগড়: ১৯০টি
আন্দামান ও নিকোবর: ২৬টি
সিকিম: ১২টি
ওড়িশা: ৪২৫টি
জম্মু ও কাশ্মীর: ৫০টি
লাদাখ: ১৫টি
হিমাচল প্রদেশ: ১৮৫টি
চন্ডীগড়: ২৫টি
পাঞ্জাব: ১৫০টি
তামিলনাড়ু: ৩৯৩টি
পণ্ডিচেরী: ৭টি
উত্তরাখণ্ড: ২৫০টি
হরিয়ানা: ৯৭টি
তেলেঙ্গানা: ৩৭৫টি
রাজস্থান: ৫০০টি
কেরল: ৩৯৪টি
উত্তরপ্রদেশ: ৮৬৫টি
মহারাষ্ট্র: ৮৬৫টি
গোয়া: ১০টি
অসম: ১০টি
অরুণাচল প্রদেশ: ১০টি
মণিপুর: ২২টি
মেঘালয়: ৩১টি
মিজোরাম: ২২টি
নাগাল্যান্ড: ১৪টি
ত্রিপুরা: ৩৪টি
বিহার: ২৩০টি
ঝাড়খণ্ড: ৪৫টি
কাশ্মীর: ৫০টি
লে ও কার্গিল: ২০টি
দিব্যাং ভ্যালি, তাওয়াং: ২০টি
তুরা: ২০টি
মককচুং: ২০টি

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. যে রাজ্যের আবেদনকারী সেই ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়া নির্ধারিত নিয়মানুযায়ী তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতির(ST) প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি(OBC) প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। ২৬ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

আবেদনের ফি:
ফি হিসাবে আবেদনকারীকে ব্যাংকে ৭০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতির(ST)প্রার্থীদের কোনও ফি লাগবে না।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে ফেব্রুয়ারি অথবা মার্চে। মেন পরীক্ষা হতে পারে এপ্রিলে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানতে https://www.sbi.co.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি ১১ হাজার ৭৬৫ টাকা থেকে ৩১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

The post স্নাতক হলেই মিলবে স্টেট ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement