shono
Advertisement

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবাবের পাশে স্টেট ব্যাংক

বড় ঘোষণা এসবিআইয়ের৷ The post পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবাবের পাশে স্টেট ব্যাংক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Feb 19, 2019Updated: 03:37 PM Feb 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ শহিদ ২৩ জওয়ানের সমস্ত ঋণমকুব করে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি৷ পাশাপাশি, ওই সমস্ত শহিদের পরিবারকে প্রাপ্য ৩০ লক্ষ টাকা করে বিমা দেবে বলেও ঘোষণা করল সংস্থাটি৷

Advertisement

[বন্দুক হাতে নিলে খতম করা হবে, কড়া বার্তা সেনার ]

সোমবার এসবিআইয়ের তরফে এই বিশেষ ঘোষণা করা হয়েছে৷ সংস্থাটি জানিয়েছে, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় যে জওয়ানরা শহিদ হয়েছেন, তাঁদের পাশে রয়েছে ব্যাংক৷ ডিফেন্স স্যালারি প্যাকেজের মাধ্যমে প্রত্যেক সিআরপিএফ জওয়ানই ব্যাংকের গ্রাহক৷ ফলে শহিদ জওয়ানদের বিমার ৩০ লক্ষ টাকা প্রদান করবেন তাঁরা৷ এসবিআই আরও জানিয়েছে যে, শহিদ জওয়ানদের মধ্যে ২৩ জন বিভিন্ন কারণে ঋণ নিয়েছিলেন তাঁদের থেকে৷ সেই ঋণও সম্পূর্ণ মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, ‘‘দিনের পর দিন যাঁরা সীমান্তে দাঁড়িয়ে আমাদের প্রাণ রক্ষা করছেন৷ তাঁদের মৃত্যু খুবই বেদনাদায়ক একটা বিষয়৷ এই মুহূর্তে আমাদের শহিদদের পরিবারের জন্য আমরা সকলেই ব্যথিত৷ তাঁদের প্রতি আমাদের সমস্ত সমবেদনা রয়েছে৷’’

[‘এক চড়েই শিউরে উঠেছিল মাসুদ আজহার’, দাবি প্রাক্তন গোয়েন্দার]

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ৪৯ জওয়ান৷ তাঁদের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে৷ প্রতিশোধ স্পৃহায় ফুটছে দেশবাসী৷ সাধ্যমতো শহিদদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারকা থেকে সাধারণ মানুষ৷ ইতিমধ্যে শহিদ পরিবারদের সাহায্য করতে এগিয়ে এসেছে একাধিক রাজ্য সরকার৷ তাঁদের পাশে দাঁড়িয়েছেন অক্ষয় কুমারের মতো বলিউডের তারকা থেকে গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগের মতো ক্রিকেটাররা৷

The post পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবাবের পাশে স্টেট ব্যাংক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement