সোমনাথ রায়, নয়াদিল্লি: সাংসদ পদ বাতিল নিয়ে মহুয়া মৈত্রর করা মামলায় লোকসভা সচিবালয়কে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। মহুয়ার সাংসদ পদ কেন বাতিল হল জানতে চায় শীর্ষ আদালত। ৩ সপ্তাহের মধ্যে সচিবালয়কে জবাব দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি মার্চের ১১ তারিখের পর।
লোকসভায় (Lok Sabha) টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এমনকী আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাঁকে। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। গত মাসে মামলার দ্রুত শুনানির আর্জিও জানান মহুয়া। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়। বুধবার ওই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।
[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]
এদিন শীর্ষ আদালতে লোকসভার সচিবালয়ের তরফে সলিসিটর জেনারেল দাবি করেন, সংসদের কার্যপ্রণালী স্পিকারের অধীনস্থ। তাতে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না। তাতে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, এ বিষয়ে আমরা কোনওরকম মন্তব্য করব না। সংসদের কাজে বিচারবিভাগ কতটা হস্তক্ষেপ করতে পারে সেটা নিয়ে সংশয় রয়েছে। এরপরই সংসদের সচিবালয়-সহ সব পক্ষকে নোটিস পাঠানো হয়। ৩ সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে। তবে মহুয়াকে ততদিন সংসদের কার্যপ্রণালীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
[আরও পড়ুন: সরকারি চাকরি না পাওয়ায় হতাশা! মানসিক অবসাদে আত্মঘাতী বধূ]
একই সঙ্গে এদিন বাংলো ফিরে পাওয়ারও দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেটা নিয়ে অবশ্য কোনওরকম স্বস্তি তিনি পাননি। আদালত জানিয়েছে, বাংলো সংক্রান্ত পৃথক একটি মামলা চলছে। তাই এখানে এটা নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।