রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘায় সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেল স্কুলপড়ুয়া এক পর্যটক। ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে শুক্রবার সকালে সমুদ্রে স্নান করতে নামে সে। তলিয়ে যায় ১৪ বছরের এক স্কুল পড়ুয়া। এই ঘটনায় সৈকত শহর দিঘায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, তলিয়ে যাওয়া কিশোরের নাম শুভজিৎ দে। বাড়ি মধ্যমগ্রাম এলাকায়। মায়ের সঙ্গে বৃহস্পতিবার দিঘায়(Digha) বেড়াতে আসে সে। শুক্রবার দিঘার জগন্নাথ ঘাটে স্নানে নামে শুভজিৎ এবং ভাই বিশ্বজিৎ। জলের তোড় সামলাতে না পেরে শুভজিৎ তলিয়ে যায়।
[আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে রাজভবন যাওয়ার অনুমতি হাই কোর্টের]
দাদাকে বাঁচাতে বিশ্বজিৎ এগিয়ে যায়। সে-ও তলিয়ে যায়। নজরে পড়লে তড়িঘড়ি দিঘা থানার সিভিল ডিফেন্সের কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। বিশ্বজিৎকে উদ্ধার করা গিয়েছে। তবে তার দাদা শুভজিৎকে উদ্ধার করতে পারেননি। শুভজিৎ নিমেষেই তলিয়ে যায়। দিঘা থানার ওসি অভিজিৎ পাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ কর্মীরা স্পিড বোটে করে গোটা ঘাট এলাকায় তল্লাশি চালায়। তবে এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ পাওয়া যায়নি।