সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় লক্ষ বছর আগের পৃথিবী। সমুদ্রের তলায় খোঁজ মিলল হারানো সেই দুনিয়ার! ইন্দোনেশিয়ার উপকূলে ১ লক্ষ ৪০ হাজার বছর আগের হাড়গোড় ঘিরে উত্তেজনা বিজ্ঞানী মহলে। কেননা এই হাড়গোড়ের অস্তিত্ব ইঙ্গিত দিচ্ছে দক্ষিণপূর্ব এশিয়ার কোনও অজানা সভ্যতার!
দেখা গিয়েছে ওই খুলি হোমো ইরেক্টাসের। জাভা ও মাদুরা দ্বীপের মাঝামাঝি অঞ্চলে বালি ও পলিমিশ্রিত অঞ্চলে মিলেছে এর সন্ধান। কেবল মানুষ নয়, সব মিলিয়ে ৩৬টি প্রজাতির ৬ হাজার পশুর জীবাশ্ম মিলেছে সেখানে। যার মধ্যে হরিণ, হাতি, কোমোডো ড্রাগন ইত্যাদি বহু পশু রয়েছে। এই অজানা ভূখণ্ডের খোঁজ এই প্রথম মিলল এমন নয়। বিশেষজ্ঞরা বলছেন, ওই অঞ্চলকে বলা হয় দক্ষিণপূর্ব এশিয়ার সান্ডাল্যান্ড। এর আগেও এই অঞ্চলে জীবাশ্মের সন্ধান মিলে্ছে। দেখা যাচ্ছে, সেই সময়ের পৃথিবীতে মানুষের শিকারের অভ্যাস দারুণভাবেই ছিল। ২০১১ সালেই এই সব জীবাশ্মের সন্ধান মিললেও এই প্রথম এদের সম্পর্কে এতটা বিস্তারিত ভাবে জানা গেল।
নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ হার্লড বারঘুইস বলছেন, ৭ থেকে ১৪ হাজার বছর আগেই এই অঞ্চলটা জলের তলায় চলে যায়। হাজার ছয়েক জীবাশ্ম ও দু'টি কঙ্কালের হাড়গোড় থেকে বিজ্ঞানীরা ওই অঞ্চলের প্রাণীজগৎ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
কারা এই হোমো ইরেকটাস? আজকের মানুষ, অর্থাৎ আমাদের সবচেয়ে কাছাকাছি মনুষ্য প্রজাতিই হল হোমো ইরেকটাস। তবে আজকের মানুষদের তুলনায় এরা দৈর্ঘ্যে বড় ছিল। পেশির গঠন ছিল আরও মজবুত। পাগুলি ছিল লম্বা। হাতগুলি খর্বকায়। একসময়ের পৃথিবীতে তাদের ছিল অনায়াস বিচরণ। কিন্তু আজ স্রেফ রয়ে গিয়েছে অস্তিত্বের জলছাপটুকু। সেই অচেনা বিশ্বের খোঁজ এর মধ্যে দিয়েই পেলেন আজকের বিজ্ঞানীরা।
