shono
Advertisement

বাধা কিউমুলোনিম্বাস মেঘ! মঙ্গল অভিযান স্থগিত করে দিল বেজোসের সংস্থা

অভিযান বাতিল হওয়া নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছে সংস্থা।
Published By: Sucheta SenguptaPosted: 05:33 PM Nov 10, 2025Updated: 05:50 PM Nov 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গল অভিযানের শুরুতেই ধাক্কা। নাসা ও মার্কিন বেসরকারি সংস্থার যৌথ প্রকল্পে বাধা হয়ে দাঁড়াল কিউমুলোনিম্বাস মেঘ। খারাপ আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার জেরে লালগ্রহে জোড়া মহাকাশযান পাঠানো স্থগিত রাখল জেফ বেজোসের সংস্থা। সোমবার গভীর রাতে ফ্লোরিডা থেকে ওড়ার কথা ছিল মঙ্গলের উদ্দেশে। কিন্তু বিপদের আশঙ্কায় তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে 'ব্লু অরিজিন'।

Advertisement

সোমবার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যখন আবহাওয়ার উন্নতি হয়নি, তখনই আশা ছেড়ে দেন নাসার বিজ্ঞানীরা। বেজোসের সংস্থা তার কিছুক্ষণের মধ্যে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দেয়, 'খারাপ আবহাওয়া বিশেষত পুঞ্জীভূত মেঘের কারণে আকাশ পরিষ্কার নয়। এই অবস্থায় এনজি-২ উৎক্ষেপণ স্থগিত করা হল। পরবর্তী ভালো পরিবেশের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের মূল লক্ষ্য, বাধাহীন ও নিরাপদ উৎক্ষেপণ।'

কিন্তু কিউমুলাস বা পুঞ্জীভূত মেঘের বিপদ কী? আবহাওয়াবিদদের মতে, এই মেঘ বজ্রগর্ভ, তড়িৎ কণায় ভরা। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরের স্তরে এধরনের মেঘ বেশি জমা হতে থাকলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অবরাধিত। যা মহাকাশযানের পক্ষে অতি বিপজ্জনক। তাই যে কোনও মিশনে রকেট উৎক্ষেপণের আগে আবহাওয়ার পূর্বাভাসের দিকে কড়া নজর থাকে বিজ্ঞানীদের। আর তাতেই শেষ মুহূর্তে মঙ্গলমুখী হতে পারল না ব্লু অরিজিনের জোড়া মহাকাশযান ব্লু ও গোল্ড। এদের উৎক্ষেপণের জন্য নিউ গ্লেন রকেট ব্যবহৃত হচ্ছিল। ৩২১ ফুট লম্বা ভারী এই রকেট পৃথিবীর টান কাটাতে সাহায্য করবে জোড়া মহাকাশযানকে। এদের গতিপথ খানিকটা ভিন্ন। পৃথিবীর কক্ষপথ পেরিয়ে প্রথমে পৃথিবী-সূর্যের মাঝে ল্যাগারাঞ্জিয়ান পয়েন্ট ২ বা L2 পয়েন্টে প্রথমে পৌঁছবে ব্লু ও গোল্ড। সেটা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। তারপর ধীরে ধীরে তা মঙ্গলের দিকে অগ্রসর হবে। কিন্তু মেঘের বাধায় শুরুতেই থমকাল বেসরকারি উদ্যোগে মঙ্গল অভিযান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খারাপ আবহাওয়া, বজ্রগর্ভ মেঘ, বাতিল নাসার উদ্যোগে বেসরকারি মিশন মঙ্গল।
  • জেফ বেজোসের সংস্থার তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে তা জানানো হয়েছে।
Advertisement