সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব। এবারের গ্রহণ পূর্ণগ্রাস। আগামী ৭ সেপ্টেম্বর ও ৮ সেপ্টেম্বর দেখা যাবে এবারের গ্রহণ। ভারত থেকে দেখা যাবে আঁধারে ঢাকা চাঁদ। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবেন মহাকাশপ্রেমীরা।
ঠিক কখন থেকে শুরু হবে গ্রহণ? জানা যাচ্ছে, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৮ মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত। তবে গ্রহণের মূল পর্বটি স্থায়ী হবে ৮২ মিনিট। সারা বিশ্বের ৭৭ শতাংশ অঞ্চলের মানুষই সাক্ষী হবেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। ভারত ছাড়াও চিন, জাপান, দক্ষিণপশ্চিম এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও কেনিয়া, ইরান থেকেও তা দেখা যাবে। এবারের পূর্ণিমার চাঁদ 'হারভেস্ট মুন'। উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানরা বছরের এই সময়ের পূর্ণচন্দ্রকে এই নামেই ডাকতেন। আজ তা পরিচিত সারা বিশ্বেই।
পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। তাতে চাঁদ অদৃশ্য হয়ে যায়। পূর্ণগ্রাসের ক্ষেত্রে পৃথিবীর ছায়া পুরোপুরি গ্রাস করে চাঁদকে। ফলে এক অনির্বচনীয় মহাজাগতিক সৌন্দর্যের সৃষ্টি হয়। তাই এমন দৃশ্য দেখতে মুখিয়ে থাকেন মহাকাশপ্রেমীরা। উল্লেখ্য, এবছরে এটিই শেষ চন্দ্রগ্রহণ। আবার চন্দ্রগ্রহণ হবে ২০২৬ সালের ২-৩ মার্চ। সেবারের গ্রহণও দেখা যাবে এশিয়ার অধিকাংশ দেশ, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে। পাশাপাশি ইউরোপ, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকেও দৃশ্যমান হবে আগামী বছরের প্রথম চন্দ্রগ্রহণটি। প্রসঙ্গত, এর আগে চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ১৪ মার্চ। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি।
