shono
Advertisement

Breaking News

China

৪ ইঁদুর-সহ রেকর্ড গতিতে মহাকাশে পৌঁছল নভশ্চর, শূন্যে নয়া সাফল্য চিনের

মহাকাশে ফের বিপ্লব চিনের।
Published By: Kousik SinhaPosted: 05:41 PM Nov 01, 2025Updated: 05:45 PM Nov 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে ফের বিপ্লব চিনের। সর্বোচ্চ গতিতে মহাকাশে পাড়ি দিল সে দেশের মহাকাশ যান। শুধু তাই নয়, অভিনব বিষয়টি হল, মহাকাশচারীদের সঙ্গে এবার মহাকাশযানে চারটি ইঁদুরও পাঠানো হয়েছে। সেই ইঁদুরগুলিকে নাকি মহাকাশ গবেষণার কাজে লাগানো হবে। শুধু তাই নয়, ইঁদুরগুলি মহাকাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে কি না, সেটাও পরীক্ষা করে দেখবেন মহাকাশ বিজ্ঞানীরা। আরও বেশ কয়েকটি পরীক্ষা নিরিক্ষা করা হবে বলেও জানা গিয়েছে। বিজ্ঞানীদের মতে, মহাকাশে এমন ইঁদুর পাঠানোর ভাবনা এই প্রথম।

Advertisement

চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার রাতে চিনের জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনজো নামে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। একেবারে রেকর্ড গতিতে চিনের মহাকাশ স্টেশনের সঙ্গে মহাকাশযানটি যুক্ত হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, এই ডকিং প্রক্রিয়া মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ হয়েছে। যা গত মিশনের থেকে অনেকটাই বেশি।

এই মহাকাশ অভিযান চিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন মহাকাশে ইঁদুর পাঠিয়ে গবেষণায় নয়া দিগন্ত খুলে যাচ্ছে। অন্যদিকে চিনের এই মিশনে সর্বকনিষ্ঠ মহাকাশচারীদের পাঠানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, ২০২২ সালে স্পেস স্টেশনের নির্মাণ সম্পন্ন হয়। এরপর থেকে এটি ছিল চিনের মহাকাশ স্টেশনে মহাকাশচারী পাঠানোর সপ্তম মিশন। এই মিশনে ছ'মাস করে স্পেস স্টেশনে কাটান মহাকাশচারীরা। এবারের মিশনে রয়েছেন স্পেস পাইলট ঝাং লু, রয়েছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই ও কনিষ্ঠতম মহাকাশচারী তথা পেলোড স্পেশালিস্ট ঝাং হংঝাং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকাশে ফের বিপ্লব চিনের। সর্বোচ্চ গতিতে মহাকাশে পাড়ি দিল সে দেশের মহাকাশ যান।
  • শুধু তাই নয়, অভিনব বিষয়টি হল, মহাকাশচারীদের সঙ্গে এবার মহাকাশযানে চারটি ইঁদুরও পাঠানো হয়েছে।
Advertisement