সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষ হতে চলল। জাঁকিয়ে না হলেও শীতের আগমন ঘটেছে। সূর্য ডুবলেই হিমের পরশ টের পাওয়া যাচ্ছে বেশ। সন্ধ্যায় গরমজামায় শরীর ঢেকে উষ্ণ পানীয়ে চুমুক দেওয়াতেই বোধহয় একমাত্র আরাম। এমন শীতল দিনে প্রকৃতির মাঝে বেড়ানো কঠিন হলেও কেউ কেউ তা পছন্দ করেন। আর সেই পছন্দ থেকেই হয়তো আকাশভর্তি বিশাল চাঁদের সৌন্দর্য দেখে থমকে যান! তেমন মুগ্ধ করে দেওয়া উজ্জ্বলতম চাঁদটি দেখা যাবে আগামী মাসেই। পূর্ণিমার চাঁদটির পোশাকি নাম - 'কোল্ড মুন'। তবে সেটাই হবে এবছরের শেষ সুপারমুন, এমনই জানালেন বিজ্ঞানীরা।
ডিসেম্বর ৪ সেই মাহেন্দ্রক্ষণ। সূর্য ডুবলে পৃথিবী শীতের চাদর জড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আকাশ আলো করে হবে চন্দ্রোদয়। শীতের আকাশে পূর্ণচন্দ্র দেখা যায় বলে তার নাম 'কোল্ড মুন'। এর আরেকটা নাম 'লং নাইট মুন' অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য তা আকাশ আলো করে থাকবে। আসলে চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন তাকে আরও বড় এবং উজ্জ্বল দেখায়। সেই ঔজ্জ্বলতাতেই 'সুপারমুন' তকমা পেয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ৪ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ সুপারমুন উদয়ের দিন চাঁদ নাকি ৯০ শতাংশ পৃথিবীর কাছে চলে আসবে!
কিন্তু কবে, কখন আকাশের গায়ে উপচে পড়বে চাঁদের এমন সৌন্দর্য? NASA সূত্রে জানা গিয়েছে, সূর্য ডোবার পর সন্ধ্যার দিকে ঢলে পড়া বিকেলেই চন্দ্রোদয় হবে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসে বিকেল সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান হবে পূর্ণচন্দ্র। তবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আকাশপানে তাকালেই দেখতে পাবেন বছরের শেষ সুপারমুন। আরও ভালো দেখা যাবে শহরতলি থেকে, যেখানে শহরের ঝলমলে কৃত্রিম আলো পৌঁছবে না। টেলিস্কোপের সাহায্য নিলে আরও ভালোভাবে চাঁদের সৌন্দর্য আপনার চোখে পড়বে। তবে একটাই সাবধানবাণী বিজ্ঞানীদের। শীতের সন্ধ্যায় বাইরে বেরিয়ে চন্দ্রশোভা দেখতে হলে অবশ্য শরীরে গরমজামা জড়িয়ে বেরবেন।
