সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 3I/ATLAS। মহাকাশের এই 'আগন্তুক'কে ঘিরে কৌতূহল ক্রমেই বাড়ছে। এবার দেখা গেল তার 'ক্লোজ আপ' ছবি! গত অক্টোবরে মঙ্গলের কাছে থাকার সময় তার ছবি তুলেছে চিনা মঙ্গলযান তিয়ানওয়েন-১।
গত ১ জুলাই 3I/ATLAS-এর সন্ধান মেলে প্রথমবার। তখনই বিজ্ঞানীরা জানান, এটি আসলে ইন্টারস্টেলার বস্তু। অর্থাৎ এর উৎস সৌরজগতের বাইরে কোথাও। যা আমাদের সৌর পরিবারে প্রবেশ করার পর থেকে ছুটে চলেছে। আর প্রায় প্রথম থেকেই এই বস্তুটির স্বরূপ কী, তা নিয়ে চলছে তর্ক। হার্ভার্ডের বিজ্ঞানী অ্যাভি লোবের মতো বিজ্ঞানীদের অনুমান, এটা আসলে ভিনগ্রহীদের যান! এবার একেবারে কাছ থেকে তার দেখা পেল চিনা মঙ্গলযান।
সাম্প্রতিক ছবিতে কেমন দেখাচ্ছে 3I/ATLAS-কে? ছবিগুলিতে এক কঠিন বরফের নিউক্লিয়াসকে ঘিরে একটি উজ্জ্বল ছটা দেখা যাচ্ছে, যা কয়েকশো মিটার থেকে এক কিলোমিটার হতে পারে। ধূমকেতুটির সক্রিয় গ্যাস নির্গমন এটিকে সৌরজগতে উদ্ভূত সাধারণ ধূমকেতু থেকে আলাদা করে। স্বাভাবিক ভাবেই উত্তেজিত বিজ্ঞানীরা। তাঁরা খুঁটিয়ে বোঝার চেষ্টা করছেন মহাজাগতিক বস্তুটির চরিত্র। আশা, আগামিদিনে আরও নানা তথ্য মিলবে।
এদিকে নাসা বরাবরই ৩আই/অ্যাটলাস সম্পর্কে পরিষ্কার জানিয়েছে যে, এটি কোনওভাবেই পৃথিবীর জন্য কোনও 'বিপদ' নয়। এটা ধূমকেতুই, কোনও ভিনগ্রহীদের যান মোটেও নয়- এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। নাসার সঙ্গে একমত বহু জ্যোতির্বিজ্ঞানীও। সব মিলিয়ে ওই 'আগন্তুক'কে ঘিরে বিতর্ক তুঙ্গে। দুই ধরনের মত নিয়েই কথা উঠছে। আসলে কোনও নতুন মহাজাগতিক বস্তুর দেখা মিললে এতই সীমিত তথ্য হাতে আসে যে তা দিয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে আসা কঠিন। আপাতত তাই আরেকটু অপেক্ষা করতে চাইছেন বিজ্ঞানীরা।
