shono
Advertisement
Earthquake

টিবেটান প্লেটে ধাক্কা ইন্ডিয়ান প্লেটের, ফি মাসে ভূমিকম্প হবে কলকাতায়! সতর্কতা জিএসআইয়ের

২০২৫-এর শুরুতেই দু-দু’টো ভূমিকম্পের সাক্ষী হয়েছে কলকাতা।
Published By: Sayani SenPosted: 08:23 PM Feb 27, 2025Updated: 08:26 PM Feb 27, 2025

অভিরূপ দাস: ২০২৫-এর শুরুতেই দু-দু’টো ভূমিকম্পের সাক্ষী হয়েছে কলকাতা। প্রথমটা ৭ জানুয়ারি, দ্বিতীয়টা ২৪ ফেব্রুয়ারি। স্বাভাবিক কারণেই শহরবাসীর মনে ভয়মিশ্রিত প্রশ্ন রয়েছে, এমনটা কি ঘনঘন হতে পারে? জিগ শ পাজেলের মতো কিছু প্লেটের উপর রয়েছে শহর কলকাতা। প্রতিনিয়ত তা নড়াচড়া করছে। যার জেরে ঘনঘন ভূমিকম্প হচ্ছে বলে জানাল জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। এই ভূমিকম্প কমবে না, বরং শহর কলকাতা ‘সিসমিক জোন’ এ পড়ার কারণে নিয়মিত ভূমিকম্পের সাক্ষী হবে বলে সতর্ক করল তারা। সংস্থার তরফে বলা হচ্ছে, ফি বছর ঘূর্ণিঝড়ের মতোই ক্রমশ গা সওয়া হবে এমন ভূমিকম্প।

Advertisement

বৃহস্পতিবার কলকাতার জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, ‘‘আলাদা আলাদা ব্লক বা পাতের উপর রয়েছে শহর কলকাতা। পাতগুলি মুখোমুখি ধাক্কা লাগলে তা হল কনভারজেন্স, একে অপরের থেকে দূরে সরে গেলে ডাইভারজেন্স। এই প্লেটগুলির নড়াচড়া প্রতিনিয়ত হয়েই চলেছে। এই নড়াচড়ায় যখনই কোনও গণ্ডগোল দেখা যায় তখনই কেঁপে ওঠে ঘর-বাড়ি।’’ 

গবেষণায় প্রকাশ, ইন্ডিয়ান প্লেটের উপর রয়েছে কলকাতা। প্রতি বছর তা ৫ সেন্টিমিটার করে সরে যাচ্ছে উত্তর পূর্বের ‘টিবেটান’ প্লেটের দিকে। দুই প্লেটে ধাক্কা লাগছে একটু একটু করে। শহর জুড়ে একের পর এক বহুতল। প্রতিনিয়ত ভূমিকম্পের অভিঘাত সহ্য করে কতটা সুরক্ষিত থাকতে পারে সেগুলি? এব্যাপারে ইন্সটিটিউট অফ টাউন প্ল‌্যানারস, ইন্ডিয়ার কাউন্সিল মেম্বার দীপঙ্কর সিনহা জানিয়েছেন, জিএসআই-র এই সমীক্ষার পর শহরজুড়ে বেআইনি নির্মাণের দিকে নজর দিতে হবে। যেসব বাড়ি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ছাড়পত্র না নিয়ে তৈরি করা হয়েছে, ঘন ঘন ভূমিকম্পের ধাক্কায় সেগুলি ভেঙে পড়তে পারে।

তবে শুধু প্লেটের নড়াচড়ার কারণেই ভূমিকম্প হয় না। ভূর্গভের নিচে রয়েছে সুবিশাল জল স্তর। সেই জল স্তরে ওঠা-নামার কারণেও ভূকম্পন অনুভূত হয়। জিএসআই ডিরেক্টর জেনারেল অসিত সাহা জানিয়েছেন, মধ‌্যপ্রদেশ, মহারাষ্ট্রে এই কারণে বর্ষায় ভূমিকম্প হয়। বর্ষায় বৃষ্টির জল মাটি-পাথরের মধ্য দিয়ে ভিতরে ঢোকে। মাটির ভিতরে আটকে থাকা হাওয়া বেরিয়ে আসে। তা থেকেই ধ্বস নামে মহারাষ্ট্র, মধ‌্যপ্রদেশে।’’

জিএসআই-র ১৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান আগামী ৪ মার্চ। এই উপলক্ষে ভারতব‌্যাপী একটি ওয়াকাথনের আয়োজন করা হয়েছে। সল্টলেক সেক্টর টু-এর সিকে সিএল পার্কে বসবে ওয়াকাথনের আসর। জিওসায়েন্স নিয়ে সচেতনতার বার্তা দিতেই এই ওয়াকাথন। ১৭৫ বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুটি নতুন মোবাইল অ‌্যাপ লঞ্চ করছে জিএসআই। সামনে আসছে একটি ‘বিশেষ পোস্টাল কভার’,মাই স্ট‌্যাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫-এর শুরুতেই দু-দু’টো ভূমিকম্পের সাক্ষী হয়েছে কলকাতা।
  • টিবেটান প্লেটে ধাক্কা ইন্ডিয়ান প্লেটের।
  • ফি মাসে ভূমিকম্প হবে কলকাতায়, সতর্কতা জিএসআইয়ের।
Advertisement