সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মানেই যেন মহাজগতের একাধিক বিস্ময় হাজির বিশ্ববাসীর সামনে। দ্বিতীয় সপ্তাহে 'হারভেস্ট মুন' বা আকাশের গায়ে আলো ছড়িয়ে উদয় হয়েছিল বড়সড় চাঁদ। আর কালীপুজো ও দীপাবলির আকাশ উজ্জ্বল করে নামবে উল্কাবৃষ্টি! চলতি কথায় যাকে বলে 'তারা খসা'। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে ২১ অক্টোবর, মঙ্গলবারই সেই দিন। আকাশ থেকে চোখের পলকে ঝাঁকে ঝাঁকে উল্কা নেমে আসবে পৃথিবীর পানে! আকাশ পরিষ্কার থাকলে তা খালি চোখেই দেখা যাবে বলে সুখবর শুনিয়েছেন বিজ্ঞানীরা।
জ্যোতির্বিজ্ঞানীদের সূত্রে জানা যাচ্ছে, হ্যালির ধূমকেতু থেকে জন্ম নেওয়া অরিওনিডস 'লেজ'টি ঘুরে বেড়াচ্ছে গোটা আকাশজুড়ে। দীর্ঘদিন পর তা পৃথিবীর সবচেয়ে কাছে আসতে চলেছে। কালীপুজোর পরদিন অর্থাৎ ২১ অক্টোবর তা থেকে পৃথিবীর দূরত্ব থাকবে সবচেয়ে কম। অরিওনিডসের শরীর থেকে সেকেন্ডে ৬৬ কিলোমিটার বেগে উল্কা খসে পড়বে পৃথিবীর মাটিতে। আকাশ পরিষ্কার থাকলে তা দেখা গেলেও হারিয়ে যাবে চোখের নিমেষে।
প্রশ্ন হল, কখন আকাশ আলো করবে নামবে উল্কাবৃষ্টি? হিসেবনিকেশ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, রাত ১১টার পর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আকাশের দিকে তাকালে দেখা যাবে অসাধারণ মহাজাগতিক ঘটনা। ভোর প্রায় ৫ টা পর্যন্ত 'তারা খসা' দৃশ্য। আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকলে একটা দূরবীণ ব্যবহারেই সবটা স্পষ্ট হয়ে যাবে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ - উভয় গোলার্ধ্ব থেকেই দৃশ্যমান হবে এই উল্কাবৃষ্টি, যা নাকি বেশ বিরল ঘটনা। বছরের এই সময় অর্থাৎ শরৎ বা হেমন্ত ঋতুতেই বেশি ঘটে থাকে এমন ঘটনা। বিজ্ঞানীদের ব্যাখ্যা, এসময় আকাশ পরিষ্কার থাকায় ব্রহ্মাণ্ডে সর্বক্ষণ চলতে থাকা এমন 'ম্যাজিক' খালি চোখেও ধরা পড়ে।
