shono
Advertisement
Shibpur Botanical Garden

মানুষের সঙ্গে গাছের সম্পর্ক! উদ্ভিদ-গ্রহ যোগ শেখাতে বোটানিক্যাল গার্ডেনে তৈরি 'নক্ষত্র বাটিকা'

৩৩ প্রজাতির গাছের সঙ্গে রয়েছে গ্রহ-নক্ষত্র, রাশির যোগাযোগ।
Published By: Arpan DasPosted: 11:31 AM Nov 19, 2025Updated: 11:31 AM Nov 19, 2025

স্টাফ রিপোর্টার, হাওড়া: জ্যোতিষশাস্ত্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে উদ্ভিদের। ৩৩ প্রজাতির গাছের সঙ্গে রয়েছে গ্রহ-নক্ষত্র, রাশির যোগাযোগ। সেই সমস্ত গাছের সম্পর্কে এবার সাধারণ মানুষকে সচেতন করতে 'নক্ষত্র বাটিকা' চালু হল শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। বি গার্ডেনে প্রায় ৩০ কাঠা জমির উপর এই নক্ষত্র বাটিকা বা নক্ষত্র বন বা নক্ষত্র বাগান চালু করা হল।

Advertisement

নতুন তৈরি এই বাগানে ২৭টি নক্ষত্র, ৯টি গ্রহ ও ১২টি রাশির সঙ্গে সম্পর্কযুক্ত এমন ৩৩টি প্রজাতির গাছ লাগানো হয়েছে। এই ৩৩ প্রজাতির গাছের মধ্যে রয়েছে অর্জুন, লাল চন্দন, পলাশ, কোল গাছ, মহুয়া, নাক্সভমিকা, বাঁশগাছ, অশ্বত্থ, কদম, নিম ইত্যাদি। গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিং মঙ্গলবার জানালেন, "প্রাচীনকাল থেকে মানুষ গ্রহ, নক্ষত্র, রাশি কিংবা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে উদ্ভিদের বা বিভিন্ন প্রজাতির গাছের সম্পর্ক তৈরি করে। তাঁরা মনে করেন, গ্রহ-নক্ষত্রের মতো গাছও তাঁদের জীবনে প্রভাব ফেলে। কিংবা অনেক সময় মানুষের ধর্মাচরণের মধ্যেও গাছের ভূমিকা থাকে। শুভ, অশুভ নানা কাজে গাছকে ব্যবহার করা হয়। এমনকী গাছের সংস্পর্শে মানুষ সুস্থ হয়, জীবন পর্যন্ত পায়, এমনই ধারণা মানুষের মধ্যে আজও প্রচলিত রয়েছে। প্রাচীনকাল থেকে মানুষের সঙ্গে গাছের কেন এই সম্পর্ক তার ব্যাখ্যা করতেই বি গার্ডেনের বিজ্ঞানীরা 'নক্ষত্র বাটিকা' তৈরি করলেন।"

বাটিকায় প্রতিটি উদ্ভিদের সঙ্গে বৈজ্ঞানিক লেবেল রয়েছে। দেওয়া রয়েছে কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই ওই ৩৩ প্রজাতির গাছের সাধারণ নাম, শ্রেণিবিন্যাস, আবাসস্থল, ব্যবহার ও এই গাছগুলির পৌরাণিক প্রাসঙ্গিকতা সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জ্যোতিষশাস্ত্রের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে উদ্ভিদের।
  • ৩৩ প্রজাতির গাছের সঙ্গে রয়েছে গ্রহ-নক্ষত্র, রাশির যোগাযোগ।
  • সেই সমস্ত গাছের সম্পর্কে এবার সাধারণ মানুষকে সচেতন করতে 'নক্ষত্র বাটিকা' চালু হল শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে।
Advertisement