shono
Advertisement

Breaking News

এখনও ঘুমন্ত বিক্রম, প্রজ্ঞান! চাঁদের না দেখা পিঠের ছবি পাঠাল NASA

এর আগে চাঁদের ওই অঞ্চলের গহ্বরের এমন ছবি পাওয়া যায়নি।
Posted: 06:38 PM Sep 23, 2023Updated: 06:45 PM Sep 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে এখনও ঘুমন্ত চন্দ্রযানের রোভার ও ল্যান্ডার। ইসরো চেষ্টা করছে তাদের জাগিয়ে তুলতে। এর মধ্যেই নাসা (NASA) শেয়ার করল চাঁদের উলটো পিঠের ছবি।

Advertisement

চাঁদের না দেখা পিঠের যে ছবি শেয়ার করেছে নাসা, সেখানে দেখা যাচ্ছে এক অতিকায় চান্দ্র গহ্বর। ওই গহ্বরের ভিতরে জল ও বরফ পাওয়া যেতে পারে বলে অনুমান। এর আগে চাঁদের ওই অঞ্চলের গহ্বরের এমন ছবি পাওয়া যায়নি।

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

কী করে সৃষ্টি হয়েছিল ওই গহ্বর? জানা যাচ্ছে, ৩.৬ বিলিয়ন বছর আগে একটি ধুমকেতু আছড়ে পড়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। আর তখনই সৃষ্টি হয়েছিল ওই গহ্বরের। কোরিয়ান মহাকাশযান থেকে তোলা ছবিটি মহাকাশবিজ্ঞানীদের চাঁদের ওই অঞ্চলকে চিনতে আরও সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে এখনও ঘুমন্ত চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। কিন্তু এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। চান্দ্র রাত শেষ হয়ে শুরু হয়েছে চান্দ্র দিন। প্রশ্ন উঠছে, জেগে উঠবে কি ল্যান্ডার ও রোভার? আপাতত সেদিকেই চোখ সকলের। এর মধ্যেই সামনে এল এই ছবি।

[আরও পড়ুন: ছন্দে ফিরছে মণিপুর, ১০০ দিন পর চালু ইন্টারনেট পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement