সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপূর্ব বৈচিত্র্যময় এ সৌরলোক! নানা দিকে, নানা দৃষ্টিকোণে তার সৌন্দর্যও পালটে পালটে যায়। সূর্য তার রাজা, নবগ্রহ তার পারিষদ। রাজার যেমন তেজ, তেমন রূপ! তার বেশিরভাগটাই এ পৃথিবীর লোকের অদেখা, অজানা। সূর্যের তেমনই এক অভূতপূর্ব ছবি দেখাল নাসার পাঠানো চন্দ্রযান 'ব্লু ঘোস্ট'। চাঁদের মাটিতে পা রেখে প্রথমেই তার ক্যামেরায় ধরা পড়ল সূর্যোদয়ের ছবি। অর্থাৎ দিন শুরু হল পৃথিবীর একমাত্র উপগ্রহে। আর সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করল 'ব্লু ঘোস্ট'। সংস্থা নিজেই সেই ছবি পোস্ট করেছে এক্স হ্যান্ডলে। তার দৌলতে সকলের চোখের সামনে ধরা পড়ল সেই দৃশ্য - নীলাভ আভা ছড়িয়ে চন্দ্রাকাশে আবির্ভূত হচ্ছে সূর্যদেব!

গত ২ মার্চ 'ফায়ারফ্লাই এরোস্পেস' নামে মার্কিন সংস্থার রকেট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। চাঁদের উত্তরপূর্ব দিকে বিশাল অন্ধকার অংশ মেয়ার ক্রিসিয়াম অঞ্চলে তার সফল অবতরণ কার্যত ইতিহাস গড়েছে। সেদিন ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র তরফে জানানো হয়েছিল, ‘ব্লু ঘোস্টের অবতরণ সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছিল। ফায়ারফ্লাই প্রথম বাণিজ্যিক সংস্থা হিসেবে ইতিহাস গড়ল যারা সম্পূর্ণ সফলভাবে চাঁদে অবতরণ করতে পারল। চাঁদের মাটিতে এই ছোট্ট পদচাকা হয়ে রইল বাণিজ্যিক অভিযানের এক দানবিক পদক্ষেপ। গোটা ফায়ারফ্লাই টিমকে অভিনন্দন। অভিনন্দন আমাদের মিশন পার্টনার এবং নাসাকে।’
সেই ব্লু ঘোস্ট এবার চাঁদ থেকে দেখছে সৌরজগৎকে। ৩ মার্চ সে প্রথম ছবি তুলল সূর্যোদয়ের। চাঁদের আকাশে লাল-নীল আভা ছড়িয়ে সূর্য উঠছে - 'অপূর্ব সে আলো'! এক্স হ্যান্ডলে সে দৃশ্যের বর্ণনা করেছে সংস্থা। লিখেছে, ''আভা ছড়িয়ে উঠল সূর্য! ব্লু ঘোস্টের ল্যান্ডার চাঁদে প্রথম সূর্যোদয়ের ছবি তুলেছে। আর এটাই চাঁদের দিনের সূচনা চিহ্নিত করেছে। এও বোঝা যাচ্ছে, নতুন জায়গায় গিয়ে ব্লু ঘোস্ট কাজে ফিরে এসেছে। আগামী ২ সপ্তাহ ধরে এটা কাজ করবে। এমনকী চাঁদের রাত্রিতেও ব্লু ঘোস্ট সক্রিয় থাকবে।''