সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু চিরকালই এক অমীমাংসিত রহস্য। কিন্তু মৃত্যুর ঠিক আগে শরীর কি কোনও সংকেত দেয়? এক ঘণ্টা আগে থেকেই কি মানুষ বুঝতে পারে যে শেষ সময় উপস্থিত? দাবি করা হচ্ছে, মানুষের এক আশ্চর্য ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ রয়েছে, যা মৃত্যুর খবর আগেভাগেই জানিয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞান অবশ্য এই বিষয়টিকে সমর্থন করে না।
চিকিৎসকদের মতে, মৃত্যু কোনও হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটি একটি ধীর প্রক্রিয়া। মৃত্যুর কয়েক ঘণ্টা বা কয়েক দিন আগে থেকেই শরীরের হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাসের ধরন এবং অক্সিজেনের মাত্রায় পরিবর্তন আসতে শুরু করে। রক্ত সঞ্চালনেও বদল আসে। এর ফলে অবচেতন মনে বা ইন্দ্রিয়ের অভিজ্ঞতায় এক ধরণের পরিবর্তন ধরা পড়ে। চিকিৎসকরা একে ‘ষষ্ঠ ইন্দ্রিয়’ না বলে বরং শরীরের শেষ মুহূর্তের সংকেত হিসেবেই দেখেন।
অলৌকিক না কি বিজ্ঞান?
এক ঘণ্টা আগে সচেতনভাবে কেউ নিজের মৃত্যু অনুভব করতে পারেন—এমন কোনও অকাট্য প্রমাণ গবেষকদের কাছে নেই। তবে শরীর ও মস্তিষ্কের এই জটিল পরিবর্তনগুলি মিলে একটি তীব্র অনুভূতির সৃষ্টি করে, যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হতে পারে। আদতে এটি পুরোটাই শারীরবৃত্তীয় এবং স্নায়বিক কার্যকলাপ। বিজ্ঞান বলছে, ষষ্ঠ ইন্দ্রিয় নয়, বরং মস্তিষ্কের শেষ লড়াই-ই আমাদেরকে এই অনুভূতির পথে নিয়ে যায়।
