shono
Advertisement
Shubhanshu Shukla

এবার রেডিওর মাধ্যমে মহাকাশ থেকে দেশবাসীর সঙ্গে কথা, আরও এক ইতিহাস গড়ার পথে শুভাংশু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:59 PM Jun 30, 2025Updated: 08:59 PM Jun 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার ইতিহাস গড়ার পথে ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। এবার মহাকাশ থেকে সরাসরি রেডিওর মাধ্যমে ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তিনি। কথা বলবেন দেশবাসীর সঙ্গে। গত ২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। 

Advertisement

অ‌্যাক্সিয়ম-৪ অভিযানে অংশ নিয়ে স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। যে কোনও মহাকাশচারীর প্রথম মহাকাশে গিয়ে একটু শারীরিক অস্বস্তি হয়। সেই অবস্থা কাটিয়ে ফেলেছেন শুভাংশু। গবেষণার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করছেন। এবার আরেক মাইলফলক ছুঁতে চলেছেন তিনি। জানা গিয়েছে, আগামী ৪ জুলাই ভারতীয় সময় দুপুর ৩টে ৪৭ নাগাদ কর্নাটকের ইউআর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি)-এর সঙ্গে মহাকাশ থেকে হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে চলেছেন শুভাংশু। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি হবে। দেশজুড়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এখানে যোগ দিতে পারবেন।

বর্তমান প্রজন্মকে মহাকাশ ও মহাকাশ গবেষণায় উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই হ্যাম রেডিও যোগাযোগ ভারতীয় বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষার জন্য একটি গর্বের মুহূর্ত হবে। যা বিশ্বব্যাপী মহাকাশ গবেষণায় ভারতের ক্রমবর্ধমান উপস্থিতির প্রতীক হিসাবে নজির গড়বে। বলে রাখা ভালো, নির্ধারিত রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, হ্যাম রেডিও অপারেটররা শহর, দেশ এবং এমনকী মহাকাশে থাকা মহাকাশচারীদের সঙ্গেও যোগাযোগ করতে পারে। হ্যাম রেডিও জরুরী অবস্থার সময় খুবই নির্ভরযোগ্য। যখন বিভিন্ন নেটওয়ার্ক যোগাযোগ স্থাপনে ব্যর্থ তখনও এই হ্যাম রেডিও কাজ করে। ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানের পদে পদে দেশবাসীকে সঙ্গে রাখছেন গ্রুপ ক্যাপটেন শুভাংশু। আগেই জানিয়েছিলেন মহাকাশে একা বোধ করছেন না তিনি। যেহেতু তাঁর সঙ্গে রয়েছে একশো চল্লিশ কোটি ভারতবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের একবার ইতিহাস গড়ার পথে ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা।
  • এবার মহাকাশ থেকে সরাসরি রেডিওর মাধ্যমে ভারতের সঙ্গে সংযোগ স্থাপন করবেন তিনি। কথা বলবেন দেশবাসীর সঙ্গে।
  • গত ২৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। 
Advertisement