shono
Advertisement

শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর! এবার চালু হচ্ছে ইনস্ট্যান্ট সেটলমেন্ট!

আগামী মার্চের পরই বড় পরিবর্তন হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে।
Posted: 09:49 AM Sep 06, 2023Updated: 09:49 AM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে যাঁরা বিনিয়োগ করেন তাঁদের জন্য সুখবর। ২০২৪ সালের মার্চ মাস থেকেই ট্রেডের এক ঘণ্টা পরই ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হয়ে যাবে। টাকাও ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। পাশাপাশি, এও দাবি করা হচ্ছে আগামী বছরের অক্টোবরের মধ্যে ইনস্ট্যান্ট সেটলমেন্ট সংক্রান্ত নিয়ম চালু করতে চলেছে সেবি।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে, গত জুলাইয়েই সেবির (SEBI) চেয়ারপার্সন মাধবী পুরী বুচ (Madhabi Puri Buch) এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, শেয়ার বাজারে ইনস্ট্যান্ট সেটলমেন্ট শুরু হতে আর বেশি দিন লাগবে না। দ্রুত তা শুরু করতে বিভিন্ন পার্টির সঙ্গে যে কথাবার্তা চলছে সেকথাও জানিয়ে দেন তিনি।

[আরও পড়ুন: ‘ভারত’ না ‘ইন্ডিয়া’? ২০১৬-তেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট]

উল্লেখ্য, এখন T+1 সেটলমেন্ট চালু রয়েছে। অর্থাৎ যেদিন কেউ কোনও শেয়ার কেনেন, তার পরদিন ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হয়। আর কেউ শেয়ার বিক্রি করলে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ক্রেডিট হয়। কিন্তু সেই প্রক্রিয়া এবার আরও দ্রুত হতে চলেছে। তেমনটাই গুঞ্জন রয়েছে।

[আরও পড়ুন: আমরা জোটের নাম ‘ভারত’ রাখলে কী করতেন? নামবদল নিয়ে বিজেপিকে খোঁচা কেজরির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement