গৌতম ব্রহ্ম: আবারও হৃদযন্ত্র প্রতিস্থানের নজির গড়তে চলেছে তিলোত্তমা৷ আর এন টেগোর হাসপাতালে এক তরুণীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে যুবকের হৃৎপিণ্ড৷ ইতিমধ্যেই গ্রিন করিডরের মাধ্যমে হৃৎপিণ্ড পাটনা থেকে পৌঁছে গিয়েছে ওই নার্সিংহোমে৷ সোমবার রাতেই অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা৷
[শহরে ফের হৃদযন্ত্র প্রতিস্থাপনের নজির, বাইশের হৃদয় বসল ৫৫-এর বুকে]
চলতি বছর মে মাসেই প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের নজির তৈরি করে তিলোত্তমা৷ এরপর রবিবার রাতে শহরে একের হৃৎপিণ্ডে নয়া জীবন শুরু করেন আরেক রোগী৷ তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও একই উদ্যোগ৷ পূর্ব ভারতে এই নিয়ে তৃতীয়বার হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত৷ এবার হাওড়ার বাসিন্দা বছর ২৯-এর এক তরুণীর শরীরে প্রতিস্থাপিত হতে চলেছে হৃৎপিণ্ড৷ পাটনা নিবাসী বছর ১৯-এর এক যুবকের হৃৎপিণ্ডই প্রতিস্থাপিত করা হবে৷ গত ২৩ সেপ্টেম্বর দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক৷ পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভরতি ছিলেন তিনি৷ হাসপাতালের শয্যায় শুয়ে জীবনযুদ্ধ চালিয়ে যান ওই যুবক৷ বেশ কয়েকঘণ্টা পর হার মানেন তিনি৷ পাটনার যুবকের ব্রেন ডেথ হয়েছে বলেই ঘোষণা করেন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের চিকিৎসকরা৷ এরপরই তাঁর হৃৎপিণ্ড দানের সিদ্ধান্ত নেন পরিজনরা৷ নিজের ছেলে বেঁচে থাকুক অন্য কারও শরীরে এই ভাবনাচিন্তাই করেন তাঁরা৷
[ব্রিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রাজ্য, কমিশন গঠনের ভাবনা]
হাসপাতালের উদ্যোগে গ্রহীতা মেলে পাটনা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মহানগরীর বুকে৷ সেই অনুযায়ী পাটনা ও আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা হয়৷ দফায় দফায় আলোচনার পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় হাওড়ার বাসিন্দা এক তরুণীর শরীরেই স্থান পাবে ওই হৃৎপিণ্ড৷ বছরখানেক ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ সোমবার বিকেলে স্পাইস জেটের বিশেষ বিমানে পাটনা থেকে দমদম বিমানবন্দরে পৌঁছায় ওই হৃৎপিণ্ড৷ এরপর গ্রিন করিডরের মাধ্যমে হৃৎপিণ্ড চলে আসে আর এন টেগোর হাসপাতালে৷ রাতেই ২৯ বছর বয়সী মহিলার শরীরে স্থান পাবে বছর উনিশের যুবকের হৃৎপিণ্ড৷
The post আবারও নজির তিলোত্তমায়, নারীর বুকে বসবে পুরুষের হৃদয় appeared first on Sangbad Pratidin.