shono
Advertisement

নোটবন্দির বছরেও সংসদে তাণ্ডব যুবকের, তিনিও ছিলেন বিজেপি সাংসদের ‘অতিথি’

বুধবারে হামলার ঘটনায় উসকে গিয়েছে সেই তাণ্ডবের স্মৃতি।
Posted: 06:50 PM Dec 13, 2023Updated: 07:14 PM Dec 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লোকসভা অধিবেশন চলাকালীন হামলার ঘটনায় উদ্বিগ্ন গোটা দেশ। কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে হামলা চলল, তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। তবে ইতিহাস বলছে, এই প্রথম নয়। আগেও সংসদে (Parliament) ঢুকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। সেবারও আঙুল উঠেছিল বিজেপি সাংসদের অতিথির দিকেই। বুধবারের ঘটনা মনে করিয়ে দিয়েছে ২০১৬ সালের সেই দৃশ্য। কেন্দ্র সরকারের নোটবন্দির সিদ্ধান্তের প্রতিবাদ করতেই ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। 

Advertisement

বুধবার দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে লোকসভায় দুই ব্যক্তির তাণ্ডব। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে আচমকাই দর্শকাসন থেকে লাফ মারে দুই হামলাকারী। ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল স্মোক গ্রেনেড। অধিবেশন কক্ষে ধোঁয়া ছড়াতে থাকে তারা। কী করে তারা তা পেল, এর পিছনে কোনও গোষ্ঠীর হাত আছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। অধিবেশন চলাকালীন নিরাপত্তায় এমন ত্রুটির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও জবাব দিতে বলেছেন বিরোধীরা।

[আরও পড়ুন: ‘ফাঁসি দেওয়া উচিত’, মত সংসদে হামলাকারীর বাবার, ‘মরতে চাইত’ দাবি অভিযুক্তের মায়ের]

এই ঘটনার পরেই ২০১৬ সালের ঘটনা মনে পড়ছে ওয়াকিবহাল মহলের। দিন কয়েক আগেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। তার পরেই ২৫ নভেম্বর বিজেপি সাংসদ ভোলা সিংয়ের সুপারিশ নিয়ে সংসদে ঢুকে পড়েন রাকেশ সিং বাঘেল নামে এক ব্যক্তি। অধিবেশন শুরু হওয়ার মিনিট কুড়ি পরেই বিকট শব্দ করে গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়েন তিনি।

সংসদের মধ্যেই মোদির সিদ্ধান্তের সমালোচনায় স্লোগান দেন রাকেশ। তবে শেষ পর্যন্ত তাঁকে বের করে দেওয়া হয় সংসদ থেকে। অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। তবে ৭ বছর পরে ফের সেই ঘটনার স্মৃতি ফিরে এল। বুধবারের ঘটনায় অবশ্য জানা যায়নি, কেন সংসদে হামলা করেছিল অভিযুক্তরা।

[আরও পড়ুন: সংসদে নিরাপত্তা কোথায়? জবাব দিন অমিত শাহ, সরব তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement