shono
Advertisement
Akasa flight

তিনদিনে তিনবার! মাঝ আকাশে ফের প্রশ্নের মুখে নিরাপত্তা, জরুরি অবতরণ বিমানের

আহমেদাবাদে নামিয়ে দেওয়া হয় বিমানটি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:50 PM Jun 03, 2024Updated: 01:12 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিনে তিনবার। ফের মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। সোমবারও ফের একই ঘটনা ঘটল ভারতীয় বিমানসংস্থার উড়ানে। আশঙ্কার জেরে দিল্লি থেকে মুম্বইগামী উড়ান নামিয়ে দেওয়া হল আহমেদাবাদে।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকালে দিল্লি থেকে রওনা দেয় আকাসা এয়ারওয়েজের QP1719 বিমান। ১৮৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন উড়ানটিতে। যাত্রীদের মধ্যে ছিল একটি শিশুও। দিল্লি (Delhi) থেকে মুম্বই (Mumbai) যাওয়ার কথা ছিল ওই বিমানটির। কিন্তু আকাশে ওড়ার খানিকক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড়ানটি নিরাপদ নয় বলে জানা যায়।

[আরও পড়ুন: শোভাযাত্রা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, জয়ের মেগা সেলিব্রেশনের আগাম আয়োজন বিজেপির

তড়িঘড়ি বিমানটি মুম্বইয়ের পরিবর্তে ঘুরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে (Ahmedabad)। সকাল সোয়া দশটা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে আকাসা এয়ারওয়েজের বিমানটি নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের বিমান থেকে বের করে তল্লাশি চালানো হয় বিমানটিতে। তবে যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও উড়ানে ঠিক কী ধরনের বিপদের খবর মিলেছিল, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে একাধিকবার উড়ানে বোমাতঙ্ক ছড়িয়েছে। মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। কখনও শ্রীনগরগামী বিমান, কখনও বা মুম্বইয়ের বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর ছড়ায়। সপ্তম দফার ভোটগ্রহণের দিন ফের বিমানে বোমা রাখা রয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। রবিবার আন্তর্জাতিক বিমানেও বোমাতঙ্ক ছড়ায়। তবে কোনওক্ষেত্রেই বড়সড় বিপদের খবর মেলেনি। কিন্তু বারবার উড়ানে বোমাতঙ্ক ছড়াচ্ছে কেন? উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: মোদির প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার, সূচক বাড়ল ২০০০ পয়েন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার সকালে দিল্লি থেকে রওনা দেয় আকাসা এয়ারওয়েজের QP1719 বিমান। ১৮৭ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন উড়ানটিতে।
  • যাত্রীদের বিমান থেকে বের করে তল্লাশি চালানো হয় বিমানটিতে। তবে যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে।
  • গত শুক্রবার থেকে একাধিকবার উড়ানে বোমাতঙ্ক ছড়িয়েছে। মাঝ আকাশে বিমানের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।
Advertisement