গৌতম ব্রহ্ম: রাত পোহালেই শুরু গঙ্গাসাগর মেলা (Gangasagar 2024)। সোমবার গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সাজসাজ রব মেলা প্রাঙ্গণে। তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে দর্শনার্থীদের জন্য বিশেষ বিমার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
৮ জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসী ও দর্শনার্থীরা আসতে শুরু করেছেন সাগরে। মেলা প্রাঙ্গণে প্রস্তুতি তুঙ্গে। প্রতিবছর মেলার প্রস্তুতি দেখতে যান মুখ্যমন্ত্রী। এবছর পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের পরামর্শ মেনে যাননি তিনি। সেই কারণেই আগামিকাল অর্থাৎ মেলা শুরুরদিনেই গঙ্গাসাগরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের আগে এদিন গঙ্গাসাগর থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের। এদিকে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা শুরু হয়েছে গঙ্গাসাগর। শনিবার থেকেই বিভিন্ন জেলা থেকে পুলিশ আসতে শুরু করেছে। তাঁদের অস্থায়ী তাবুতে রাখা হচ্ছে। রবিবার রাতেই ভাগ করে দেওয়া হবে দায়িত্ব। এদিকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন বিভিন্ন পয়েন্টে।
[আরও পড়ুন: মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে বিতর্কে মালদ্বীপ! ভারতীয়দের ‘উপহাস’ মুইজ্জুর দলের নেতার]
জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে ৯ জানুয়ারি থেকে হাওড়া, শিয়ালদহ-সহ দক্ষিণ শাখার একাধিক স্টেশন ও ট্রেনে এক কোম্পানি করে আরপিএফ মোতায়েন করা হবে। তাঁরা যাত্রীদের উপর নজরদারি চালাবে। হাওড়া, শিয়ালদহ, নামখানা, কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হবে ২২৫০ টি সরকারি বাস, ২৫০ বেসরকারি বাস, ১০০ টা লঞ্চ, ৬ টি বার্জ, ৩২ টি ভেসেল। কলকাতা থেকে ১০টি বাস চালানো হবে। প্রত্যেকটা বাসে একজন করে সাগরবন্ধু থাকবেন। মেলা চত্বরে ১০০০ হাজারের বেশি সিসিটিভি থাকবে। থাকছে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যাবস্থা। প্রচুর সিভিক ভলান্টিয়রও থাকবে মেলা প্রাঙ্গণে। জানা গিয়েছে, দর্শনার্থীদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিভাগের কর্মীরা বিভিন্ন স্টেশনে ক্যাম্প করবেন। কেউ অসুস্থ হয়ে পড়লে থাকছে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে থাকছে ১০০টি অ্যাম্বুল্যান্স, ১ টি এয়ার ও ৩ টি ওয়াটার অ্যাম্বুল্যান্স। ব্যবস্থা করা হয়েছে ৩ টি অস্থায়ী হাসপাতালের। ১০ হাজার শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে দর্শনার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এদিকে গঙ্গাসাগরে গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে তাঁদের জন্য ৫ লক্ষ টাকা বিমার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।