shono
Advertisement

Breaking News

সাফারি গাড়ির উপর হামলে পড়ল দুই সিংহ, তারপর…

দেখুন হাড়হিম করে দেওয়া এই ভিডিওটি৷ The post সাফারি গাড়ির উপর হামলে পড়ল দুই সিংহ, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Feb 02, 2017Updated: 09:28 AM Feb 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’পাশে ঘন জঙ্গল৷ মাঝে এঁকেবেঁকে চলেছে রাস্তা৷ পর্যটকদের নিয়ে দিব্যি চলছিল গাড়িটা৷ তিনি যে এভাবে চলে আসবেন, কেই বা জানত? প্রথমে ছিল ছোটজনের দাপট৷ তাকে দেখে গাড়ি দাঁড়িয়ে পড়তেই বিশাল শরীর নিয়ে আবির্ভাব হল বড় জনের৷ রীতিমতো গাড়ির উপরে থাবা বসিয়ে দেন জঙ্গলের রাজা৷ দেখুন সেই গায়ে কাঁটা দেওয়ার মতো ভিডিও৷

Advertisement

যাকে চোখের সামনে দেখলে অতি বড় সাহসীরও পিলে চমকে যায়, সেই সিংহমশায়ের এই কীর্তি ক্যামেরাবন্দি করে রেখেছেন পিছনের গাড়ির চালক৷ পিছনের গাড়ির পর্যটকরাও যেন দিব্যি উপভোগ করছিলেন এই ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত৷ তবে দিনেদুপুরে পর্যটকদের গাড়ির উপর এভাবে সিংহের হামলায় বেশ চিন্তিত বান্নেরঘাট্টা বায়োলজিক্যাল পার্কের কর্তারা৷ কারণ পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করতে চান না তাঁরা৷

The post সাফারি গাড়ির উপর হামলে পড়ল দুই সিংহ, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement