shono
Advertisement

মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণায় ফের বাধা দিল চিন

জৈশ-ই-মহম্মদের ‘মাথা’ আজহারকে খোলাখুলি সমর্থন করল বেইজিং৷ The post মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণায় ফের বাধা দিল চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:52 PM Feb 07, 2017Updated: 01:22 PM Feb 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পর এবার রাষ্ট্রসংঘে মাসুদ আজহারকে আন্তর্জাতিক স্তরে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করার দাবি জানাল আমেরিকা৷ মঙ্গলবার, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সামনে এই আর্জি পেশ করে আমেরিকা৷ তবে ফের এই উদ্যোগে বাধ সাধল চিন৷ আমেরিকার এই প্রস্তাবের চরম বিরোধিতা করে জৈশ-ই-মহম্মদের ‘মাথা’ আজহারকে খোলাখুলি সমর্থন করল বেইজিং৷ আমেরিকার প্রস্তাবে ‘টেকনিক্যাল’ স্থগিতাদেশ চেয়ে আজহারের নাম রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় তোলার বিষয়টি আরও ছয় মাস পিছিয়ে দিল চিন৷

Advertisement

মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত

২৬/১১ মুম্বই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ পাক জঙ্গি মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আগেও ভেটো প্রয়োগ করেছিল চিন৷ গত বছর ভারত যখন এই মর্মে রাষ্ট্রসংঘে আবেদন জানিয়েছিল, তখনও চিন ‘টেকনিক্যাল’ স্থগিতাদেশ চেয়ে ভেটো দিয়েছিল৷ প্রসঙ্গত, ১৫ সদস্যভুক্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যে চিনই একমাত্র দেশ, যারা আজহারকে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করার বিরোধিতা করছে৷ রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকাভুক্ত হলে আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত ও তার চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ-সহ একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হবে৷

মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণায় বিরোধিতা চিনের

পাঠানকোট কাণ্ড: মাসুদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি

The post মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণায় ফের বাধা দিল চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement