সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর সামান্য সময়ের অপেক্ষা। তারপরই ইতিহাস সৃষ্টি করবে ভারত। চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছনো দেশ হিসাবে জয়ধ্বজা ওড়াবে ISRO। তার ঠিক আগে শুরু দুরু দুরু অপেক্ষা। চন্দ্রযান-২-এর ব্যর্থতা ভুলে এবার সাফল্যকে মুঠোয় ধরতে শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। আর সেই দলে রয়েছেন ভারতীয় যুবক শচীনের প্রেমে পড়ে স্বামী, সংসার ছেড়ে চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নয়ডা পালিয়ে আসা সীমা হায়দারও (Seema Haider)!
জানা যাচ্ছে, চন্দ্রযানের সাফল্যের প্রার্থনায় রীতিমতো ব্রত পালন করছেন তিনি। আর সেটাও অসুস্থ শরীরে। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার শরীরটা ঠিক নেই। তাও আমি ব্রত পালন করছি। ভারতের চন্দ্রযান ৩ আজ সন্ধেবেলা চন্দ্রমার কাছে পৌঁছবে। আর এতে আমাদের দেশের খুব নাম হবে। আর তাই আমি যতক্ষণ না চন্দ্রযান চাঁদে নামছে আমি ব্রত পালন করে যাব।”
[আরও পড়ুন: চাঁদের দেশে আলো নিয়ে নামছে চন্দ্রযান, ফেসবুকে সরাসরি দেখতে পাবে গোটা দেশ]
প্রসঙ্গত, বুধবার বিকেল ৬টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা চন্দ্রযান -৩-এর ল্যান্ডার বিক্রমের। কাজটা যে মহা-কঠিন, তাতে সন্দেহ নেই। আর তাই দেশজুড়ে শুরু হয়েছে অধীর প্রতীক্ষা। তবে সকলেরই আশা, শেষপর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামা প্রথম দেশ হিসেবে নজির গড়বে ভারত।