সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাক বধূ’ সীমা হায়দারকে (Seema Haider) নিয়ে ঘটনার ঘনঘটা লেগেই রয়েছে। প্রেমের টানে অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাকিস্তানি নাগরিক সীমা এবার ভারতের জাতীয় পতাকা উত্তলন করলেন। রবিবার নয়ডার বাড়িতে তেরঙ্গা উত্তলন করেন তিনি। এইসঙ্গে জানিয়ে দেন, বলিউডের ছবির অফার ফিরিয়ে দিয়েছেন।
ভারতীয় যুবক শচীন মিনাকে বিয়ে করার পর থেকেই সংবাদ শিরোনামে সীমা। যদিও যুগলের সম্পর্ক নিয়ে তদন্ত করছে পুলিশ। তিনি পাক গুপ্তচর কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়া সীমা বি-টাউনের প্রযোজক অমিত জানির ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হতেই রাজ ঠাকরের দলের হুমকির মুখে পড়েছেন। এমএনএসের (MNS) নেতা আমেয়া খোপকার জানিয়ে দিয়েছেন, বলিউডে পাক নাগরিকদের কোনও স্থান নেই।
[আরও পড়ুন: কাল লালকেল্লায় মোদির ভাষণে কি উত্তর-পূর্বে গুরুত্ব, নজর দেশবাসীর]
যদিও সীমা এবং তাঁর আইনজীবী এপি সিং জানিয়ে দিয়েছেন, বলি ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছেন পাক বধূ। তবে এদিন পাকিস্তানি সীমার ভারতের জাতীয় পতাকা উত্তলন নজর করেছে সকলের। রীতিমতো লালপেড়ে সাদা শাড়ি পরে ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপন করলেন সীমা। সঙ্গী ছিল শচীনের পরিবার, প্রতিবেশী এবং আইনজীবী এপি সিং। শচীনের সঙ্গে গলা মিলিয়ে সীমা ধনি দেন, ‘জয় ভারত মাতা’, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’। এমনকী ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন তিনি।