shono
Advertisement
Hurriyat leader

বুলেট নয়, ব্যালটে আস্থা, পিডিপিতে যোগ হুরিয়তের বিচ্ছিন্নতাবাদী নেতার

ভোটে দাঁড়াবেন সৈয়দ সেলিম গিলানি?
Published By: Kishore GhoshPosted: 08:07 PM Sep 02, 2024Updated: 08:07 PM Sep 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ভোটের আগে বড় চমক। বিচ্ছিন্নতাবাদের পথ ছাড়লেন হুরিয়ত কনফারেন্সের নেতা সৈয়দ সেলিম গিলানি। সোমবার তিনি পিডিপিতে যোগ দিলেন। পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে দলীয় সদস্যপদ গ্রহণ করেন তিনি। আসন্ন নির্বাচনে গিলানি প্রার্থী হবেন কিনা, তা এখনও জানা যায়নি।

Advertisement

১৮ সেপ্টেম্বর কাশ্মীরে ভোট শুরু। তার আগে লাগাতার জঙ্গি তৎপরতা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। এর মধ্যেই এক জঙ্গি নেতা বুলেট ছেড়ে, ব্যালটে ফেরায় ভূস্বর্গে শান্তি তৎপরতায় অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রভাবশালী হুরিয়ত নেতা গিলানির এই পদক্ষেপ কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতার পক্ষে ‘বড় ধাক্কা’ বলেই মনে করা হচ্ছে। পিডিপিতে যোগ দিয়ে গিলানি বলেন, বন্দুক এবং হিংসার মাধ্যমে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাঁর কথায়, "পিডিপি এমন একটি দল যা গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং জনগণের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলে। এই দল কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধানের কথা বলে। তাই আমি মনে করি যোগদানের জন্য সঠিক দল হল পিডিপি।"

 

[আরও পড়ুন: সায়নের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের মামলা]

হুরিয়তের কার্যনির্বাহী পরিষদের সহযোগী গিলানি একদা সাবির শাহ এবং মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবে পিডিপিতে যোগ দিলেও গিলানি ভোটে লড়বেন না বলে জানিয়েছেন মেহবুবা। পিডিপি সভানেত্রী দাবি করেন, গিলানিকে ভোটে লড়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি এবারের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই জানিয়েছেন। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট ১৮ ও ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। গণনা ৮ অক্টোবর। একই দিনে জানা যাবে হরিয়ানা বিধানসভার ফল।

 

[আরও পড়ুন: জম্মুর সেনাঘাঁটিতে জঙ্গি হামলা! গুরুতর আহত জওয়ান, নির্বাচনের প্রাক্কালে বাড়ছে উদ্বেগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৮ সেপ্টেম্বর কাশ্মীরে ভোট শুরু। তার আগে লাগাতার জঙ্গি তৎপরতা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
  • হুরিয়তের কার্যনির্বাহী পরিষদের সহযোগী গিলানি একদা সাবির শাহ এবং মিরওয়াইজ ওমর ফারুকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
Advertisement