সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আসতে পারেন পাক বিদেশনীতির মুখ্য উপদেষ্টা সরতাজ আজিজ। সূত্রের খবর, ৩ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’-এ যোগ দেওয়ার কথা তাঁর। খুব সম্ভবত, ভারত-পাক সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যেই আজিজের এই ভারত সফর।
গত নভেম্বরে উরি হামলার প্রতিবাদে পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত সার্ক সম্মেলন বয়কট করে ভারত। ভারতের পাশাপাশি, সম্মেলন বয়কট করে প্রতিবেশী বেশ কয়েকটি দেশ। এই দলে ছিল বাংলাদেশ, ভূটান, নেপাল, আফগানিস্তান। ফলে বাতিল হয়ে যায় ১৯তম সার্ক সামিট। এরপরেই সন্ত্রাস ইস্যুতে আন্তর্জাতিক স্তরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। যদিও এরপরেও জম্মু-কাশ্মীরে সন্ত্রাস বন্ধ হয়নি। যদিও সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। গতকালও পাকিস্তানের তরফে তাদের ৭ সেনা জওয়ানকে খতম করার কথা দাবি করা হয়। খুব সম্ভবত ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে তাই নওয়াজ শরিফের ব্যক্তিগত উপদেষ্টা তথা পাকিস্তানের বিদেশেনীতির মুখ্য উপদেষ্টার ভারতে আসা। যদিও আজিজের তরফে এখনই ভারতে আসার বিষয়টি নিশ্চিত করা হয়নি। যদিও ভারতকে কিছুটা কটাক্ষ করেই আজিজের বক্তব্য, গত সোমবার ভারতীয় সেনার হাতে ৭ পাক সেনার মৃত্যুর ঘটনার পরও‘হার্ট অফ এশিয়া কনফারেন্স’বয়কট করেনি পাকিস্তান। এই সম্মেলনে তালিবান অধ্যুষিত আফগানিস্তানের নিরাপত্তার বিষয়ে আলোচনা হতে পারে।
The post সম্পর্কের বরফ গলাতে ভারতে আসছেন সরতাজ আজিজ appeared first on Sangbad Pratidin.