shono
Advertisement
Bihar

ভোটমুখী বিহারে অ্যাসিড আক্রান্ত বিজেপি নেতার মেয়ে! আইনশৃঙ্খলা নিয়ে নীতীশকে তোপ লালুপুত্রের

সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তরুণীর।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:33 PM Apr 07, 2025Updated: 04:35 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বিহারে অ্যাসিড হামলার শিকার বিজেপি নেতার কন্যা! পাঁচিল টোপকে বাড়িতে ঢুকে জানালা দিয়ে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় আক্রান্ত তরুণী ঘুমাচ্ছিলেন। অ্যাসিডে তাঁর মুখ ও শরীরের একাধিক জায়গা ঝলসে গিয়েছে। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তরুণীর। বিধানসভা ভোটের আগে এহেন ঘটনায় বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। 

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে বাখরি বাজার এলাকার। আক্রান্ত তরুণী বাখরির প্রাক্তন বিজেপি সহ-সভাপতি সঞ্জয়কুমার সিংয়ের মেয়ে। ওই তরুণী দু'বছর আগে গ্র্যাজুয়েট হন। বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। এদিন বাড়ির একতলায় ঘুমাচ্ছিলেন তরুণী। গরমের জন্য জানালা খুলে রেখেছিলেন। রবিবার পুলিশ জানায়, শনিবার গভীররাতে অজ্ঞাত পরিচয় এক যুবক বিজেপি নেতার বাড়ির পাঁচিল টোপকে ঢুকে পড়ে। জানালা দিয়েই তরুণীর গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।

আক্রান্তের বাবা সঞ্জয়কুমার জানান, "আমরা তখন ঘুমাচ্ছিলেন। নিচে মেয়ের ঘর চিৎকারের আওয়াজ পাই। তখনই বুঝতে পারি বড় কোনও বিপদ ঘটে গিয়েছে। ছুটে যাই মেয়ের ঘরে। দেখি যন্ত্রনায় মেয়ে ছটফট করছে। ওর গায়ে অ্যাসিড ছোড়া হয়েছে।" তিনি থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে পুলিশ। কিন্তু কে বা কারা, কী কারণে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

বিজেপি নেতার মেয়ের উপর অ্যাসিড হামলার ঘটনায় সরব হয়েছেন লালুপুত্র তেজস্বী। নীতীশ কুমারের সরকারকে তোপ দেগে তিনি বলেন, "বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের অবহেলার জন্য মানুষ এখন তাঁর বাড়িতেও সুরক্ষিত নয়। সরকার নিজের দুনিয়ায় ডুবে রয়েছে। আর সাধারণ মানুষকে এভাবে কষ্ট সহ্য করতে হচ্ছে। বিজেপি নেতার মেয়েকেও টার্গেট করা হচ্ছে, আর যারা ক্ষমতায় রয়েছে, তারা চুপ। আমরা এই হামলার তীব্র নিন্দা করি এবং আক্রান্ত তরুণীর জন্য সুবিচার চাই।” প্রসঙ্গত, এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় বাকযুদ্ধে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি নেত্রী রাবড়ি দেবী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটমুখী বিহারে অ্যাসিড হামলার শিকার বিজেপি নেতার কন্যা!
  • পাঁচিল টোপকে, জানলা দিয়ে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় আক্রান্ত তরুণী ঘুমাচ্ছিলেন।
  • পাঁচিল টোপকে বাড়িতে ঢুকে জানালা দিয়ে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় আক্রান্ত তরুণী ঘুমাচ্ছিলেন।
Advertisement