সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সম্পূর্ণ নিরামিষাশী। মাছ-মাংস ছুঁয়েও দেখেন না। নবরাত্রি চলাকালীন সুইগির মাধ্যমে এক রেস্তরাঁ থেকে ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলেন। খাবার এসেছিল সময় মতোই। কিন্তু দু'চামচ খেতেই ওই মহিলা বুঝতে পারেন সেটা ভেজ নয়, আমিষ বিরিয়ানি। এই স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তিনি। গোটা ঘটনা সোশাল মিডিয়ায় জানিয়ে তিনি অভিযোগ করেছেন, "এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।" খদ্দেরের ভাবাবেগে আঘাত দিয়ে এখন কাঠগড়ায় সুইগি। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই রেস্তরাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনা নয়ডার। মহিলার নাম ছায়া শর্মা। ভিডিওতে তাঁর অভিযোগ, "আমি সুইগিতে ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম। খাবারটা এসেছিল লখনউই কাবাব পরন্থ নামে এক রেস্তরাঁ থেকে। যা আম্রপালি লেজার ভ্যালি, সেক্টর ২-এ রয়েছে। আমি পুরোপুরী নিরামিষাশী। কিন্তু দু'চামচ খেয়েও ছিলাম খাবারটা। বুঝতে পারি ওটা নন-ভেজ বিরিয়ানি। ওরা আমাকে নবরাত্রিতে আমিষ খাবার পাঠাল। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। অর্ডার নেওয়ার পরই রেস্তরাঁটি বন্ধ দেখায়। এবং আমি বারবার ফোন করলেও ওরা ধরেনি।"
ভিডিওটি করার সময় ছায়া হাউ হাউ করে কেঁদে ফেলেন। পরে তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হয় বলে খবর। ইতিমধ্যেই ওই রেস্তরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।