shono
Advertisement

এক্সিট পোলে মোদি ঝড়, সেনসেক্স বাড়ল ১৪২২ পয়েন্ট

ডলারের তুলনায় বেড়েছে টাকার দামও। The post এক্সিট পোলে মোদি ঝড়, সেনসেক্স বাড়ল ১৪২২ পয়েন্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 12:08 PM May 20, 2019Updated: 05:05 PM May 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিএ-এ ফের ক্ষমতায় ফিরছে। প্রায় প্রতিটি এক্সিট পোল এমনটাই দেখিয়েছে। তারপরেই একলাফে সেনসেক্স বাড়ল ১৪২২ পয়েন্ট। মোদির সরকারের ক্ষমতায় ফেরার খবরে প্রভাব পড়ল শেয়ার বাজারেও। রবিবার এক্সিট পোল প্রকাশিত হওয়ার পরেই আশা বুক বেঁধে ছিলেন শেয়ার বাজারে লগ্নিকারীরা। সোমবার সকালে বাজার খুলতেই সেই আশাপূরণ হল তাঁদের। শুধু তাই নয়, এর ফলে ডলারের তুলনায় বেড়েছে টাকার দামও।

Advertisement

সোমবার বাজার বন্ধের সময় বিএসই সেনসেক্স ১৪২২ পয়েন্ট বেড়ে হল ৩৯,৩৫৩। আর নিফটি ৪২১ পয়েন্ট বেড়ে হল ১১,৮২৮। এর ফলে এসবিআই, এল অ্যান্ড টি, আইসিআইসিআই ব্যাংক, এম অ্যান্ড এম, ইন্ডাসল্যান্ড ব্যাংক এবং আরআইএল-এর মতো কোম্পানির শেয়ারের মূল্য তিন থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারের এই উত্থানে ব্যাংকিং ও অটো সেক্টর উজ্জীবিত হলেও তথ্যপ্রযুক্তি সেক্টর এখন কিছুটা ডাউন রয়েছে। নিফটির অটো ও ব্যাংকিং সেক্টরে বৃদ্ধি পেয়েছে আড়াই শতাংশ।

[আরও পড়ুন- সরকার গড়তে চালকের আসনে নেই উত্তরপ্রদেশ, বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস]

সোমবার সকাল সাড়ে নটায় বাজার খুলতেই সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৬৭২.২৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি গিয়ে দাঁড়ায় ২০৩.০৫ পয়েন্টে। এর ফলে বেড়ে যায় ইন্ডিয়াবুলস, লারসেন অ্যান্ড টুবরো, এসবিআই, আইসিআইসিআই ও মারুতি সুজুকির মতো কোম্পানিগুলির শেয়ারের দাম।

[আরও পড়ুন- খরায় বেহাল এলাকা, নর্দমার জল খাচ্ছেন গুজরাটের এই গ্রামের বাসিন্দারা!]

ছ’সপ্তাহ ধরে ভোটগ্রহণ চলার পর রবিবার এক্সিট পোল প্রকাশ হতেই সাড়া পড়ে যায় দেশের শেয়ার বাজারে। এর ফলে দু’সপ্তাহ পর ডলারের তুলনায় কিছুটা বাড়ল টাকার দাম। বর্তমানে এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ৬৯.৩৬ টাকা। শুক্রবার যা ছিল ৭০.২৩ টাকা। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, বাজারে যোগান বাড়লে আরও বৃদ্ধি পাবে টাকার দাম।

এপ্রসঙ্গে মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সিএমডি মোতিলাল ওসওয়াল বলেন, “যা আশা করেছিলাম তার থেকেও এক্সিট পোলের রেজাল্ট ভাল হয়েছে। তাই বাজার আরও ভাল হবে বলে আমি আশাবাদী।”

অ্যাঞ্জেল ব্রোকিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফান্ড ম্যানেজার ময়ূরেশ যোশী বলেন, “যদি এনডিএ-এর আসন সংখ্যা ৩০০ পেরিয়ে যায় তাহলে ২৩ মে-এর পরে বাজারের আরও উত্থান হবে।”

The post এক্সিট পোলে মোদি ঝড়, সেনসেক্স বাড়ল ১৪২২ পয়েন্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement