shono
Advertisement

বিএনপি কার্যালয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ,ছাত্ররাই জড়িত বলে সন্দেহ

দুপুর ১টা নাগাদ পরপর পাঁচটি বোমা ফাটে, হতাহতের খবর নেই৷ The post বিএনপি কার্যালয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ,ছাত্ররাই জড়িত বলে সন্দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:51 PM Jun 24, 2019Updated: 07:51 PM Jun 24, 2019

সুকুমার সরকার, ঢাকা: একেই দলের অবস্থা একেবারেই ভাল নয়, অস্তিত্বের সংকট৷ তারউপর কাঁটা অন্তর্দ্বন্দ্ব৷ এই পরিস্থিতিতেই সোমবার ঢাকার নয়াপলটনে বাংলাদেশের মূল বিরোধী দল বিএনপি কার্যালয়ের আশেপাশে বিস্ফোরণ৷ অন্তত ৫টি বোমা বিস্ফোরণের খবর মিলেছে৷ তবে হতাহতের খবর নেই এখনও পর্যন্ত৷ এই ঘটনার পর থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিএনপি-র ছাত্র সংগঠনের বিক্ষুব্ধরা৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতিও বাঁধে৷

Advertisement

[আরও পড়ুন : লাইনচ্যুত উপবন এক্সপ্রেস, দুর্ঘটনায় ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা]

সোমবার দুপুর ১টার কিছু পরে বিএনপি কার্যালয়ের পাশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ একটি বোমা অবশ্য ফাটেনি৷ সেটি উদ্ধার করা হয়েছে৷ দলের ধারাবাহিক দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি তুলে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিবাদের পরই এই বিস্ফোরণের ঘটনা৷ সকাল সাড়ে ১১টা নাগাদ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অবস্থানে বসেন৷ এরপর দুপুর পৌনে ১২টা নাগাদ তাঁরা মিছিল করে নয়াপলটনের পার্টি অফিসের সামনে পৌঁছায়৷ বিক্ষোভকারীদের একটি দল কার্যালয়ের ভিতরে চলে যায়। তারপরেই বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে৷

পলটন থানার এসআই আবু সইদ সংবাদমাধ্যমকে বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্রনেতারা মিছিল করে চলে যাওয়ার পর ৫টা বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, যারা মিছিল করে এসেছিল, তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। যেখানে বিস্ফোরণ হয়েছে আমাদের কাছ থেকে একটু দূরে হওয়ায় কারা ফাটিয়েছে, তা আমরা শনাক্ত করতে পারিনি।’ বিএনপি অফিসের সামনে হাতাহাতি ও মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের কাউন্সিলের পক্ষ নেওয়া কয়েকজন। সোমবারের এই দুর্ঘটনার জেরে দুপুর থেকেই বন্ধ বিএনপি কার্যালয়৷ কার্যালয়ের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ আন্দোলনকারীরা বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে তাঁদের এই কর্মসূচি মঙ্গলবারও চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা৷ আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা৷ তবে তার আগে এদিন বিএনপি-র কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অনেক প্রশ্নই উঠেছে৷ এমনকী আন্দোলনের গতিপ্রকৃতিও বদলে যাওয়ার সম্ভাবনা৷

[আরও পড়ুন : অপহরণ করে দুই কিশোরীকে একটানা ২০ দিন ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত]

The post বিএনপি কার্যালয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ,ছাত্ররাই জড়িত বলে সন্দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement